ইংল্যান্ডে এফ এ কাপে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে উইগান অঘটন ঘটালেও স্প্যানিশ লা লিগায় কিন্তু কোনও চমক নেই৷ রবিবারও নিজেদের ঘরের মাঠে লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে চলে গেল রিয়েল মাদ্রিদ৷ দলকে এদিন জেতাতে ফের বড় ভূমিকা নেন ক্রিশ্চিয়ানো রোনান্দোই। ম্যাচের প্রথম গোলটা তিনিই করেন৷
ম্যাচের ১১ মিনিটের মাথায় হেডে প্রথম গোলটা করে দলকে এগিয়ে দেন পর্তুগীজ তারকা৷ লা লিগায় এই নিয়ে ৩৮টি গোল করা হয়ে গেল ক্রিশ্চিয়ানোর৷ অ্যাঞ্জেল ডি মারিয়ার কর্নার থেকে ভাসানো বল হেড করে জালে ঢুকিয়ে দেন তিনি৷ এরপর দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে রিয়েলের হয়ে আরও একটি গোল করেন মার্সেলো৷ এর অল্প কিছুক্ষণের মধ্যেই অবশ্য দশ জনে হয়ে যেতে হয় লেভান্তেকে৷ রোনাল্ডোকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ডেভিড নাভারো৷ এতে সমস্যা আরও বাড়ে লেভান্তের৷ শেষ পর্যন্ত দু’গোল শোধ করা দূরে থাকুক, উল্টে আরও একটা আত্মঘাতী গোল করে বসে লেভান্তে৷ ম্যাচের ৮১ মিনিটে আত্মঘাতি গোলটি করেন নিকোস কারাবেলাস৷ এই গোলের পর আর ব্যবধান কমানোর সময়ও পায়নি লেভান্তে৷ অনায়াসে ম্যাচ জিতে যায় রিয়েল৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।