আমাদের কথা খুঁজে নিন

   

পাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন ড. মুশফিকুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িতদের ৬ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ, পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ এবং প্রশাসনিক ভবনে তালা দিয়ে ভাইস চ্যান্সেলরকে ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা জানান, শিক্ষক সমিতির সভাপতি ড. মুশফিকুর রহমাননের ওপর হামলার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা গত ৬ দিন ধরে শ্রেণী কার্যক্রম বর্জন, কর্মবিরতি, মানববন্ধন কর্মসূচি পালন করছে।

এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ ও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এবং এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এ সময় ভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়ে। বিচারের আশ্বাস পেয়ে ২ ঘণ্টা পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা খুলে দেয়।

এ ব্যাপারে হামলার স্বীকার শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমান বলেন, হামলার ঘটনায় প্রশাসনিকভাবে কোন পদক্ষেপ গ্রহণ না করায় ভিসির বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

ওই ঘটনার বিচার দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তিনি হামলার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ জড়িত বলে দাবি করেন। ঘটনার ৬ দিন পরেও পুলিশ জড়িতদের গ্রেফতার করতে না পারায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান জানান, জামায়াত-বিএনপি সমর্থিত শিক্ষকরা এ হামলার সঙ্গে জড়িত। ঘটনার ৬ দিনেও ভিসি স্যার প্রশাসনিক ভাবে কোন পদক্ষেপ গ্রহণ না করায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।

জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ৫ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরই প্রতিবাদে এবং বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিততি এখন স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.