যে জীবন ঘাসফড়িঙের, যে জীবন রঙিন প্রজাপতির, ঐ জীবন পেলে মন্দ হতো না।
আমি বারবার হৃদয়ের জানালায় দাঁড়াতে চাই
জানালায় দাঁড়িয়ে দেখতে চাই তোমার উদগ্রীব মুখ,
দেখতে চাই কি দারুণ উৎকণ্ঠা আর অসীম ধৈর্য নিয়ে
তুমি আমার জন্য দাঁড়িয়ে আছো ছায়াবিহীন নগ্ন পথের ধারে।
ঝিম ধরা দুপুর থেকে শেষ বিকেল অব্দি অক্লান্ত অপেক্ষায় তুমি,
হাতের তাজা গোলাপ রোদে তেতেপুড়ে নিস্তেজ
কিন্তু মুখের হাসি একদম তাজা;
বৃষ্টিভেজা কাঠগোলাপের মতো স্নিগ্ধ, সুবাসিত।
এদিকে আমি ব্যস্ত,
কপট ঘরগেরস্থালি আমাকে আটকে রাখে।
একে একে সব কাজ গুছিয়ে নিয়ে মুক্তি পাবো,
সুবাসিত হাসির গন্ধ নিতে এগিয়ে যাবো কাছে
আলগোছে দাঁড়াবো সামনে
বন্ধ চোখে ঊর্ধ্বমুখী হয়ে তোমার হাসির গন্ধ নেবো,
দিনমান অপেক্ষার পাওনা মিটিয়ে দেবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।