তোমার আমার এ পথ চলা,
দিচ্ছে পারি কত বেলা,
যাচ্ছে কেটে দিন রজনী,
সুখের ছায়ায় ভেসে।
তোমার আমার পথের চলায়,
নানা রঙের কথা বলায়,
দুটি প্রানির প্রাণের মাঝে কবে
সে যে এল হেসে।
সেই সে জনার চোখের মায়ায়
মুখের মায়ায় হাসির মায়ায়,
দিন যে কাটে তোমার আমার
তারেই ভালোবেসে।
তবুও আমি এমন দিনে,
তোমার মাঝেই তোমায় খুজে,
ডাকছি মনের সেই তোমাকে,
তোমায় ভালোবেসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।