আমাদের কথা খুঁজে নিন

   

নিজেদের দেশীও সৌশল নেটওয়ার্ক ‘বেশতো’ বেশ কাটালো এক বছর

বেশতো - যুক্ত করে বাংলাদেশের প্রতিটি হৃদয়
এমন স্লোগান নিয়েই শুরু হয়েছিলো বেশতোর পথচলা। বাংলাদেশের প্রথম এবং সেরা সোসিয়াল নেটওয়ার্ক হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করে বেশতো। বাংলাদেশের লাখো প্রাণ এখন মেতে আছে বেশতোতে! প্রতিনিয়তই বিভিন্ন আড্ডা, মজ-মাস্তি তে ব্যস্ত বেশতো পরিবার।
বেশতো উদ করল বর্ষপূর্তি অনুষ্ঠান, অর্থাৎ এক বছর পুরন হলো বেশতোর। আপনাদের ভালবাসার কারনেই সম্ভব হয়েছে বেশতোর এই পথ চলা।

তাই বেশতোর পক্ষ থেকে অভিনন্দন সবাইকে।



বাংলাভাষায় বাংলাদেশের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম বেশতো’ (http://www.beshto.com) তার যাত্রা পথে এক বছর পূর্ণ করলো। এক বছর আগে বেশতো যাত্রা শুরু করেছিলশুধুমাত্র মাইক্রোব্লগএবং প্রশ্ননিয়ে। এরপর গত কয়েক মাসে জোকস’, ‘খবর’, ‘শপিংসহ বেশ কিছু নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে বেশতোতে। এছাড়াওবেশটুন’, ‘কনটেন্ট ভোটিংএবং ইউজার র‍্যাংকিংএর মত আরও কিছু নতুনফিচার প্রতিনিয়ত বেশতোকে করে তুলছে ব্যবহারযোগ্য এবং আকর্ষণীয়।



 
বেশতোর সব ধরণের কনটেন্ট এর ব্যবহারকারীরাই দিয়ে থাকে এবং সদস্যরাই বিভিন্নকনটেন্টে ভোট দিয়ে এর মাণ ঠিক রাখে। তাই ভালো ভালো কনটেন্টগুলো এগিয়ে থাকে সব সময়ই। এ পর্যন্ত বেশতোতে ৭ লক্ষেরও অধিক বিভিন্ন কনটেন্ট পোস্ট হয়েছে। সেই সাথে, ‘প্রশ্নবিভাগে ১৮ হাজারেরও বেশী প্রশ্নের পাশাপাশি উত্তর আছে ৫৮ হাজারেরও বেশী। যা প্রতিনিয়ত মানুষকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েসাহায্য করে আসছে।


 
বেশতোরমূল বৈশিষ্ট্যই হল দেশীয় সংস্কৃতি ও জীবনযাত্রার নিজস্বতাকে তুলে ধরা। দেখা যায়, প্রতি মাসেই কোন না কোন উপলক্ষ্যে অথবা কোন উৎসবে বেশতো সাইটেবিভিন্ন আয়োজন করে থাকে। তাই সবসময় বেশতো প্রাণবন্ত! একটি বছর পার করে এখনবেশতোর লক্ষ্য, নিজস্ব কনটেন্ট এবং নিজস্ব প্রয়োজনে বিভিন্ন ইন্টারনেটব্যবহার সেবা তৈরিতে কাজ করে যাওয়া। আর এটাকে সফল করতে সবসময়ের মতো এবারও ইউজারদের সাহায্য এবং স্বসতঃস্ফূর্ত অংশগ্রহণ পাবে বেশতো- এটাই কামনা।   
বেশতো ডট কম - http://www.beshto.com/
বেশতোর নতুন নতুন সব আপডেট পেতে যুক্ত থাকুন
 ফেসবুকঃ https://www.facebook.com/BeshtoBangladesh
 

এটি একটি Sponsored টিউন।

এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বেশতো ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।