আমাদের কথা খুঁজে নিন

   

কুলাউড়ায় পুরাতন প্রশ্নপত্র দিয়ে ২০ মিনিট এস এসসি পরীক্ষা

কুলাউড়ার এস এস সি পরীক্ষার ১টি কেন্দ্রে আজ বানিজ্যিক ভূগোলের পরীক্ষায় পুরাতন প্রশ্ন দিয়ে ২০ মিনিট নৈব্যত্তিক পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীদের অভিযোগে জানা যায়, কুলাউড়া উপজেলার আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের ২ টি পরীক্ষা কক্ষে ১৭ জন ছাত্রকে পুরাতন বছরের ৫০ মার্কের নৈব্যত্তিক প্রশ্ন দিয়ে ৫০ মার্কের পরীক্ষা নেওয়া শুরু করেন কক্ষ পরির্দশক। পরীক্ষার ২০ মিনিট অতিবাহিত হওয়ার পর ছাত্ররা কক্ষ পরির্দশককে অভিযোগ করলে ২০ মিনিট পর ৪০ মার্কের চলতি বছরের প্রশ্ন ও উত্তরপত্র দিয়ে পরে ২০ মিনিটে পরীক্ষা শেষ করেন।

এ ব্যাপারে আলী আলী আমজদ উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার কেন্দ্র সচিব ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানান, ভুলে পুরাতন বছরের প্রশ্ন দেওয়া হলেও পরে চলতি বছরের প্রশ্ন ও উত্তরপত্র দিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে ৫ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।   

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.