আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সহজে টেবিল তৈরি করি ওয়ার্ড (২০০৭) ডকুমেন্টে

ওয়ার্ড (২০০৭) ডকুমেন্টে সহজে মাত্র কয়েকটি "+" দিয়ে সুন্দর টেবিল তৈরি করা যায় ।
আপনি প্রথমে ১ টা ওয়ার্ড ফাইল ওপেন করে "+" চিহ্ন নিন ।


আপনার যে কয়টা সারি আর কলাম দরকার,তার থেকে ১ টা "+" বেশি দিন। যেমন আমি চিত্রে ১১ টি "+" দিছি , তাই আমার সারি কলাম হবে ১০ টি । যেটা তীর দিয়ে দেখানো ।

এবার "+" এর ডান পাশে লাল তীর চিহ্নিত জায়গায় আপনার কারসর(মাউস) রেখে এন্টার চাপুন ।



দেখবেন আপনার কাঙ্খিত টেবিল তৈরি হচ্ছে । আবার ডান পাশে আপনার কারসর(মাউস) রেখে এন্টার চাপুন । দেখবেন কি ভাবে আপনার টেবিল রেডি হয়। এভাবে আপনার যতোগুলো দরকার সহজে তৈরি করে নিতে পারেন টেবিল ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.