টিভি অন করলে প্রথমেই দেখি কোন চ্যানেলে হিন্দি মুভি হয়......নতুন হিন্দি মুভি রিলিজ হইলে কে আগে দেখছে, কয়বার দেখা হইছে তার কম্পিটিশন পইড়া যায়...... হিন্দি গান ছাড়া তো ভাতই হজম হয়না............রাস্তা পার হবার সময় কানে হেডফোন লাগাইয়া হিন্দি গান শুনতে শুনতে গাড়ির তলে চাপা পরি......বিয়া বা যে কোন অনুষ্ঠানের সময় তো কোন কথাই নাই, হিন্দি গান লাউড স্পিকারে সারারাত না বাজাইলে ঘুমই হালাল হয়না.........আর ইন্ডিয়ান কোন শিল্পী বাংলাদেশে কনসার্টে আইলে তো আরও মাস্তি বাইড়া যায় টিকিট কেননের লইগা......আর সিরিয়ালের কথা বাদ দিলাম, মুখে তো হিন্দি প্রাকটিস আছেই। তাইলে সারাবছর এতো হিন্দি ভালোবাসা শো কইরা আজকে একটা দিনেই হিন্দি পচাইতে হইবো??? কই সারা বছর কোন ভালো একটা বাংলাদেশি শিল্পীর গান লইয়াতো কেউ মাতামাতি করেনা!! এতো পচানির দরকার নাই.....................সকালে ঘুম থিকা উইঠাই আবার আগের প্রাকটিসেই ফিরা যাইতে হইবো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।