আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অসিদের জয়

টি-২০ বিশ্বকাপের আগে সর্বশেষ প্রস্তুতি নিতে যাচ্ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু রংধনুর দেশে বারবারই বৃষ্টি বাধা আসছিল। পোর্ট এলিজাবেথে প্রথম ম্যাচে কোনো বলই গড়ায়নি। ডারবানে বুধবার দ্বিতীয় ম্যাচটিরও একই অবস্থা হতে যাচ্ছিল। শেষ পর্যন্ত সাত ওভারে ম্যাচ নির্ধারণ করা হয়।

আর তাতে দুই বল বাকি থাকতে পাঁচ উইকেটের জয় পায় অসিরা। প্রথমে টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রোটিয়ারা দ্বিতীয় ওভারে হাশিম আমলাকে হারায় ৪ রানে। এরপর কুইন্টন ডি কক ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস শেষ পর্যন্ত টিকে ছিলেন। দলে যোগ করেছেন তারা ৩১ বলে ৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

২০ বলে কক দুটি চার ও চারটি ছক্কায় ৪১ রানে অপরাজিত ছিলেন। আর ১৩ বলে দুটি করে চার ও ছয়ে ২৭ রানে টিকে ছিলেন প্লেসিস। ৮১ রানের টার্গেটে খেলতে নেমে ডেভিড ওয়ার্নারের ব্যাটে ঝড় ওঠে। মাত্র ৯ বলে ২১ রান করে অসিরা। এরপরই অ্যারন ফিঞ্চ ৫ রানে আউট হন।

ওয়ার্নার ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে তৃতীয় ব্যাটসম্যান হয়ে সাজঘরে ফেরেন। মাঝে শেন ওয়াটসন দুই রানে আউট হন। দলীয় পঞ্চম ওভারের প্রথম বলে ৬০ রানে পাঁচ উইকেট হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত ব্রাড হজের ৮ বলে এক চার ও দুই ছক্কায় অপরাজিত ২১ রান দলকে জয় এনে দেয়।

ম্যাচসেরাও হয়েছেন এই ৩৯ বছর বয়সী মারকুটে ব্যাটসম্যান।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.