আমাদের কথা খুঁজে নিন

   

তিন মাসে বাজেট ঘাটতি ৪৩১৯ কোটি টাকা

চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানিয়েছেন।

বুধবার জাতীয় সংসদে প্রতিবেদনটি উপস্থাপিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছে ৫৫ হাজার ২৪ কোটি টাকা; যা জিডিপি’র ৪ দশমিক ৬ শতাংশ।

ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে ২১ হাজার ৬৮ কোটি টাকা (জিডিপি’র ১ দশমিক ৭ শতাংশ) এবং অভ্যন্তরীণ উৎস থেকে ৩৩ হাজার ৯৬৪ কোটি টাকা (জিডিপি’র ২ দশমিক ৯ শতাংশ) সংস্থানের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

ফাইল ছবি

“এরমধ্যে প্রথম প্রান্তিকে বাজেট ঘাটতি হয়েছে চার হাজার ৩১৯ কোটি টাকা।

ঘাটতি অর্থায়নে এই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) বৈদেশিক উৎস থেকে আসা অর্থ ব্যবহার হয়েছে ৩২৩ কোটি টাকা। যা প্রত্যাশিত মাত্রার চেয়ে কম। ”

বাজেট ঘাটতি মেটাতে জাতীয় সঞ্চয় প্রকল্প থেকে ৪ হাজার ৯৭১ কোটি টাকা ধার নেয়ার লক্ষ্যমাত্রা ধরা হলেও সাত মাসেই (জুলাই-জানুয়ারি) সঞ্চয়পত্র বিক্রি থেকে ৫ হাজার কোটি টাকা এসেছে বলে মন্ত্রী জানিয়েছেন।

ব্যয় বেড়েছে সরকারের

প্রতিবেদনে বলা হয়, জুলাই-সেপ্টেম্বর সময়ে সরকারের মোট ব্যয় হয়েছে ৩১ হাজার ৮৯০ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়নসহ অন্যান্য ব্যয় ২৫ হাজার ৮২৬ কোটি টাকা।

আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ছয় হাজার ৬৪ কোটি টাকা। এই তিন মাসে গত বছরের একই সময়ের চেয়ে মোট ব্যয় বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ।

রাজস্ব আদায়

জুলাই-সেপ্টেম্বর সময়ে ৩৬ হাজার ২০৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৫ শতাংশ বেশি এবং বাজেটের লক্ষ্যমাত্রার ২১ দশমিক ৬ শতাংশ। চলতি বাজেটে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকা।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।