আমাদের কথা খুঁজে নিন

   

বইযের তালিকা পাওয়ার আবেদন

বরাবর, প্রকাশক/লেখক বিষয়ঃ বইযের তালিকা পাওয়ার আবেদন। জনাব একটি ভাল বই সংগ্রহ করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পর্যাপ্ত সময় হাতে না থাকায় অনেকেই সংগ্রহ করতে পারে না আবার আকাঙ্খিত স্থানে বইটি না পাওয়া যাওয়ায় প্রয়োজনীয় বইটি সংগ্রহ করাটা দুষ্কর হয়ে পড়ে। তাই আমরা পাঠকের হৃদয়ের সুপ্ত বাসনার বাস্তব রূপ দিতে প্রতিষ্ঠা করেছি ঙহষরহব ভিত্তিক ঘরে বসে বই কেনার/ পাওয়ার এবং বই হাতে পাওয়ার পর দাম পরিশোধ করার অন্যতম ওয়েব সাইট ( www.library bd.com )। যেখানে সব ধরনের পাঠকের প্রয়োজনীয় বই যেমন- একাডেমিক, ধর্মীয়, বিনোদন ইত্যাদি সব ধরনের বই বিক্রয় করা হবে। আমাদের ওয়েব সাইটে আপনাদের প্রকাশিত বইয়ের তালিকা প্রদর্শনের জন্য আপনাদের প্রকাশিত সব বইয়ের নিম্ন লিখিত তথ্য গুলো পেতে বিশেষ ভাবে আগ্রহী।

১। বইয়ের নাম, ২। বইয়ের প্রকার (গল্প/নাটক/উপন্যাস...) ৩। লেখকের নাম, ৪। প্রকাশনীর নাম, ৫।

প্রচ্ছদ অংকন, ৬। পৃষ্ঠা সংখ্যা, ৭। প্রকাশ কাল ৮। কাগজের ধরন, ৯। ISBN, ১০।

দাম, ১১। ছাড়, ১২। বইটির ছবি। অতএব আপনাদের প্রকাশিত বইয়ের তথ্য সমূহের ঝড়ভঃ/ঐধৎফ কপি অতি অল্প সময়ে পাব বলে দৃঢ় ভাবে বিশ্বাস করি। সর্বোস্তরের পাঠকের মানবিক দিক ও প্রয়োজনীয়তা বিবেচনা করে আমাদের সহায়তা করবেন ইন্‌শাল্লাহ।

পরিচালক librarybd.com ৮/বি/২১, মধ্যপাইকপাড়া, মিরপুর, ঢাকা। ফোন নং : ০১৫৫৭৮৬৪২৬০ E-mail: http://www.librarybd.com ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.