আমাদের কথা খুঁজে নিন

   

টি-টোয়েন্টি বিশ্বকাপ: চট্টগ্রামে নিশ্ছিদ্র নিরাপত্তা

নিরাপত্তার আওতায় রয়েছে খেলার মাঠ, খেলোয়াড়দের অবস্থানের হোটেল ও বিমানবন্দরের পাশাপাশি চলাচলের সড়কগুলো।

নিরাপত্তা রক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করবে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আড়াই হাজার সদস্য।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬ মার্চ থেকে চট্টগ্রামে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা শুরু হলেও রোববার থেকে দলগুলো চট্টগ্রাম আসতে শুরু করেছে।

এজন্য রোববার থেকে আগামী ১ এপ্রিল পর্যন্ত নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি জানান, চট্টগ্রামে মোট আটটি দল ১৫টি খেলায় অংশ নিলেও অনুশীলনে অংশ নিতে আরো তিনটিসহ মোট ১১টি দল আগামী ১ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে।

নগর পুলিশের সদস্যদের পাশাপাশি রেল, শিল্প, জেলা পুলিশ এবং এবিপিএনের মোট ৫০০ এবং সিআইডির ১০০ সদস্যকে দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামে মোতায়েন করা হয়েছে।

সব মিলিয়ে নিরাপত্তা বাহিনীর দুই হাজার ৩৮৩ জন সদস্য নিরাপত্তার কাজে নিয়েজিত থাকবেন বলে জানান পুলিশ কর্মকর্তা শহীদুর।

তিনি জানান, মাঠের পাশাপাশি হোটেল, বিমানবন্দর এবং খেলোয়াড়দের ব্যবহৃত সড়কগুলোতে ১ এপ্রিল পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে।  

এদিকে বিশ্বকাপকে সামনে রেখে নগরীর ভাসমান মানুষের পশাপাশি বিভিন্ন হকারদের তালিকা তৈরি করেছে নগর পুলিশ কর্তৃপক্ষ।

তালিকায় এসব লোকদের ছবির পাশাপাশি জীবন বৃত্তান্ত ও আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে।

সিএমপির উপ-কমিশনার (সদর) মাসুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নগরীর বিভিন্ন থানায় বিশেষ অভিযান চলছে।

জহুর আহম্মেদ স্টেডিয়াম ছাড়াও দলগুলোর অনুশীলনের জন্য এমএ আজিজ স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠেও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরাও নিয়োজিত থাকবেন।   

তিনি জানান, এসব মাঠে খেলা ছাড়াও ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য প্রতিদিন নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।

পুলিশ কর্মকর্তা মাসুদুল বলেন, খেলোয়াড়রা যেসব রাস্তা দিয়ে চলাচল করবে সেসব রাস্তা আগে থেকেই বন্ধ করে দেয়া হবে।

এছাড়া দলগুলো চলাচলের সময় সামনে পেছনে দু’টি পুলিশের এবং দু’টি র‌্যাবের দল থাকবে বলেও জানান তিনি।

এছাড়া পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াতও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন বলে জানান মাসুদ।

নগর পুলিশ সদর দপ্তর থেকে জানা যায়, খেলা চলাকালীন সময়ে নগর পুলিশের উপ-কমিশনার পদমর্যদায় ছয়জন, অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যদায় ১১ এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যদায় ১৫ জন সদস্য নেতৃত্বে থাকবেন।

চট্টগ্রামে জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অংশ নেয়া দলগুলো অনুশীলন করবেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।