১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ................ শেষ কোথায় !!!!
একবার এক বিজ্ঞ ব্যক্তি তাহার শিষ্যদের বলিলেন, এই নাও কাঁচামরিচ। একটা বিড়ালের দিকে আঙ্গুল দেখাইয়া বলিলেন, বিড়ালটিকে কাঁচা মরিচ খাওয়াইতে হইবে।
প্রথম শিষ্য বিড়ালকে ধরিয়া তাহার মুখে কাঁচা মরিচ ঠেসিয়া দিতে লাগিল। সে ব্যর্থ হইলো, বিড়ালের নখের আঘাতে কিছু আহতও হইলো।
পরের শিষ্য এক বাটি দুধ আনিয়া তাহাতে মরিচ মিশাইয়া দিল।
বিড়াল আসিয়া গন্ধ শুঁকিয়া চলিয়া গেল।
এইভাবে প্রত্যেকেই চেষ্টা করিয়া ব্যর্থ হইলো।
শেষে বিজ্ঞ ব্যক্তি বলিলেন, আমাকে দাও।
তিনি একটি মরিচ নিয়া বিড়ালের পশ্চাৎদেশে ঘষিয়া দিলেন।
সকলে অবাক হইয়া দেখিল, বিড়াল নিজের পশ্চাৎদেশের মরিচ স্বেচ্ছায় চাটিয়া খাইতেছে।
..........................
পাকিস্তানীরা আমাদের জোর করিয়া উর্দু খাওয়াইতে চাহিয়াছিল। ব্যর্থ হইয়াছে।
ভারতীয়রা আমাদের পশ্চাৎদেশে হিন্দি ডলিয়া দিয়াছে। জ্বলিতেছে বটে, কিন্তু আনন্দে নাচিতেও হইতেছে।
(copied)
...............
টি২০ বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সবখানে চলছে তুমুল আলোচনা, কিছু চুম্বক অংশ আপনাদের জন্য
"বাঙালি বলেই ভাগ্যে জুটেছে ২০ মিনিট, তাই পরের জনমে বিদেশী হয়ে জন্মাতে চাই" - আইয়ুব বাচ্চু
"ফির ভি দিল হেই হিন্দুস্তানি, আফসোস... আমরা চেতনা চেতনা করি; কিন্তু বিষয়টা আসলে কি, তাই বুঝি না" -তাহসান
"টিভিতে দেখে ঘৃনায় আর লজ্জায় ছোট হয়ে গেলাম, বেহায়াগুলোই কি জোটে বরাবর-ই আমাদের কপালে" -সাহেদ আলম (চ্যানেল ২৪ সিনিয়র সাংবাদিক)
"নিজেদের সম্মান করলে, অন্যেরাও তাদের সম্মান করে।
আমরা নিজেদের সম্মান করতে শিখিনি, তাই অন্যের কাছ থেকে সম্মান আশা করাটাও ভুল। শেম অন বিসিবি ফর ট্রিটিং আওয়ার আরটিস্টস লাইক দিস। " - সঙ্গীত শিল্পী আলিফ আলাউদ্দিন
''বোধ বলে একটা শব্দ আছে যেটা কিছু কিছু অর্গানাইজার ভূলে যান... দুর্ভাগ্য আমাদের দেশের শিল্পী কুলের..'' - সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার
শালা কেন যে দেশ এখনো ইন্ডিয়া পর্যন্ত যেতে পারছে না, দুঃখ নেই সংস্কৃতি মন্ত্রণালয় দিল্লি পৌঁছে গেছে বাকি সব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে।
(copied)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।