দুই নম্বর গ্রুপে ভারতের সঙ্গী টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, অস্ট্রেলিয়া ও প্রথম পর্বে ‘এ’ গ্রুপের সেরা দল। স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে।
২১ মার্চ প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধোনি জানিয়েছেন, প্রতিটি ম্যাচই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।
“নির্দিষ্ট কোনো দল আমাদের টার্গেট নয়।
আমাদের গ্রুপটা ভীষণ কঠিন। তাই আমাদের জন্য প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। গতবার কিন্তু আমরা মাত্র একটা ম্যাচ হেরেই বাদ পড়ে গিয়েছিলাম। ”
ইদানীং ভারতীয় দল ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড সফরে ভালো করতে পারেনি তারা, বিশেষ করে ওয়ানডেতে।
ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা সদ্য সমাপ্ত এশিয়া কাপেও শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে ভাবতে চান না ভারতের অধিনায়ক।
“এটা সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট। শেষ দুটি ‘অ্যাওয়ে’ সিরিজে আমরা তেমন ভালো করতে পারিনি। তবে আমরা এই ব্যর্থতা নিয়ে ভাবছি না।
কারণ, বিশ্বকাপ জিতে এলেও চাপ কম থাকতো না। আমরা নিজেদের পারফরম্যান্সের উন্নতির কথাই শুধু ভাবছি। ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। ”
টি-টোয়েন্টিতে প্রত্যেক দলেরই সমান সম্ভাবনা থাকে জানিয়ে ধোনি বলেন, “এই ফরম্যাটে প্রতিপক্ষ টেস্ট খেলুড়ে দেশ কিনা তা কোনো ব্যাপার নয়। কারণ, এক ওভারই ম্যাচের নির্ণায়ক হয়ে যেতে পারে।
পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ”
খুব বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও দলের পেসারদের নিয়ে আশাবাদী ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।
“দেশে ওরা অনেক টি-টোয়েন্টি খেলেছে। বিশেষ করে আইপিএলে। আর এখানকার কন্ডিশন প্রায় আমাদের দেশের মতো।
তাই আমি ভালো করার ব্যাপারে আশাবাদী। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।