১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বামবা দেশের ব্যান্ডগুলোর শীর্ষ সংগঠন। ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় পুরো সময় এলআরবি বামবার সদস্য ছিল।
এলআরবির লেটারহেডে ইংরেজিতে টাইপ করা চিঠিতে পদত্যাগের কারণ হিসেবে ‘অনিবার্য পরিস্থিতি এবং মীমাংসার মতো নয় এমন দুটি বিষয়’ রয়েছে বলে বাচ্চু উল্লেখ করেছেন। তবে তিনি ওই কারণগুলো চিঠিতে প্রকাশ করেননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত কনসার্টের সূত্র ধরে দেশের অন্য শীর্ষ ব্যান্ড মাইলসের সঙ্গে এলআরবির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।
মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হামিন আহমেদ বামবা’র বর্তমান সভাপতি।
বৃহস্পতিবারের কনসার্টে মাইলসের পরিবেশনা বাদ পড়ার কারণ হিসেবে নাম উল্লেখ না করেই এলআরবিকে দায়ী করেন মাইলসের মুখপাত্র শাফিন আহমেদ। এ বিষয়ে শাফিনের বক্তব্য একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকে।
শাফিন বলেন, “পার্টিকুলারলি দিস ওয়ান ব্যান্ড, যারা এ ধরনের রোল প্লে করে এসেছে, অনেকের সাথে বছরের পর বছর এবং আজকে বড় ধরনের একটা গেম প্লে করে তারা হয়তো নিজেদেরকে মনে করছে খুব ভিক্টোরিয়াস।
এর আগে বামবার প্রতিষ্ঠাতা সভাপতি মাকসুদুল হক সংগঠনটিতে তার নির্বাহী পদ থেকে ইস্তফা দেন এবং তার ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’ বামবা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। ২০১১ সালের ১৫ এপ্রিল সাক্ষরিত ওই পদত্যাগপত্রে মাকসুদ কারণ হিসেবে বড় ব্যান্ডগুলোর একক ও ক্ষুদ্র স্বার্থে বামবার ২৪ বছরের সুনামের অপব্যবহারকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন।
বর্তমানে বামবার সদস্যসংখ্যা ৩৫।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।