আমাদের কথা খুঁজে নিন

   

'পাঁচ ঘন্টা অটোমেটিক সংকেত পাঠিয়েছিল বিমানটি'

যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবার পর নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি পাঁচ ঘন্টারও বেশি সময় উড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

খবরে জানা গেছে, মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানটি রাডার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও অন্তত পাঁচ ঘন্টা পর্যন্ত অটোমেটিক সিগন্যাল পাঠাচ্ছিল যা ইনমারাসাত নামে লন্ডনভিত্তিক একটি স্যাটেলাইট টেলিকমিউনিকেশন কোম্পানি গ্রহণ করেছে।

সাত দিন পার হয়ে গেলেও নিখোঁজ বিমানটির কোন সন্ধান না পাওয়ায় গতকালই তল্লাশি অভিযান ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করা হয়।

এরপর যুক্তরাষ্ট্রের অনুসন্ধানকারী দলকে ভারত মহাসাগরের দিকে পাঠানো হয়।

পাশাপাশি ভারতীয় নৌবাহিনীকেও বঙ্গোপসাগরের চেন্নাই উপকূলের দিকে অনুসন্ধান তৎপরতার চালানোর কথা বলা হয়। বিমানটির খোঁজে আন্দামান ও নিকোবর দ্বীপগুলোতে অনুসন্ধান শুরু করে ভারতীয় সামরিক বিমান।

গত শনিবার ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাবার পথে যাত্রা শুরুর এক ঘন্টার মাথায় বোয়িং৭৭৭ বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

যোগাযোগ বিচ্ছিন্ন হবার পাঁচ ঘন্টা পরও ব্রিটিশ স্যাটেলাইটে সিগন্যাল পাওয়ায় অনুসন্ধানকারীরা ধারণা করছেন বিমানটি তার সবশেষ অবস্থানের পরও ১৬০০ কিলোমিটার অর্থাৎ ১ হাজার মাইল উড়ে থাকতে পারে।

বিবিসি’র বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা জোনাথন আমোস বলছে, বিমানটি অক্ষত এবং চলমান থাকলেই কেবল সঙ্কেত পাওয়া সম্ভব।

তিনি আরও বলছেন, বিমানটির খোঁজে অনুসন্ধানকারী দল ভারত মহাসাগরে কেন গেল তার একটি ব্যাখ্যাও এখান থেকে পাওয়া যাচ্ছে।

এর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানায়, বোয়িং ৭৭৭ বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও কয়েক ঘণ্টা ওড়ার বার্তা স্যাটেলাইটে পাঠাচ্ছিল।

মালয়েশিয়া অবশ্য এ সম্পর্কে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।