আমাদের কথা খুঁজে নিন

   

মাইল্‌স এর বিবৃতি এবং কিছু কথা



আমাদের দেশে কোন সমস্যা হলে সমস্যার কারণ হিসাবে দুই দলের যে কোন টা কে tag করা হয়...... এর পর শুরু হয় দুই দলের প্রকাশ্য অপ্রকাশ্য সমর্থকদের বাকযুদ্ধ / key board যুদ্ধ .... তারা তাদের ঝুলি থেকে একটার পর একটা সাপ বের করতে থাকে । যার যত আক্রোশ আছে সব উক্ত সমস্যার সাথে সংযোগ ঘটাতে থাকে। ধীরে ধীরে আলোচনা আরো ব্যাপক আকার ধারন করে .... দেশ ভারত হয়ে যায় , আফগানিস্তান হয়ে যায় ... .... (চলতে থাকে) । একটা পর্যায়ে সব ক্লান্ত হয়ে যায় ... ফলাফল কার সাথে কার কথা বলা বন্ধ হয়, FB এ কেউ কেউ unfriend .... কিন্তু সমস্যা সমস্যার জায়গায় থাকে ... আর এই ভাবেই দুই দল আমাদের মূলা ধরায় দেয় ... চাটুকারী সুযোগ সন্ধানীরা পকেট ভারি করে।

টি 20 উদ্বোধনী অনুষ্ঠানে যা হয়েছে তা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, মাইল্স এর ভিডিও তে খুব স্পষ্ট ভাবে, নির্দিষ্ট করে সমস্যার মূল বিষয় কে তুলে ধরেছেন , অন্তত আমার কাছে মনে হয়েছে।

LRB বা internal বিষয় নিয়ে কিছু বলব না, কিন্তু ভিডিও তে 6:35 থেকে 10:10 যা বলেছেন অসাধারণ।

দেশের ক্রিকেট জনপ্রিয়তা কে পুঁজি করে অনুষ্ঠান, কিন্তু টিকেট সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। Event mangement চলে যায় ইন্ডিয়ার হাতে। আমরা এতই নিষ্স, এতই দীন যে, আমাদের শিল্পীদের আমাদের দেশেতেই, আমাদের অনুষ্ঠানে অন্যের দয়ার উপর নির্ভর করতে হয়।

শেষ করব তাহসান তার fun page এ করা মন্তব্য দিয়ে ““অবশ্যই গুনীর কদর করা উচিত... কিন্তু নিজেদেরকে উপেক্ষিত রেখে, উহু অবশ্যই না, .... প্রতিভার মাপে হয়তো আমরা অনেক ক্ষুদ্র।

কিন্তু যতটুকু প্রতিভা এ দেশে আছে তার মর্যাদা থাকলে হয়তো প্রতিভার শিখরে এদেশেও কেও থাকতে পারতো।


ধন্যবাদ সবাইকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।