এবার এমটি. গক্সের সিইও মার্ক কারপেলেসের ব্যক্তিগত ব্লগ হ্যাক করে হ্যাকারদের পোস্ট করা ডেটায় নতুন মোড় নিয়েছে সেই রহস্য। হ্যাকারদের পোস্ট অনুযায়ী, চুরি যাওয়া সাড়ে ৭ লাখ বিটকয়েনের একটা অংশ সড়িয়ে নিয়েছিলেন কারপেলেস নিজেই।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, হ্যাকারদের দাবি তাদের পোস্ট ব্যালেন্স শিট সংগ্রহ করা হয়েছে এমটি. গক্সের সার্ভার থেকেই। আর ওই ব্যালান্স শিট অনুযায়ী ব্যবহারকারীদের প্রায় ১০ লাখ বিটকয়েন জমা ছিল এমটি. গক্সে। সাইবার আক্রমণে ব্যবহারকারীদের সাড়ে ৭ লাখ আর নিজেদের ১ লাখ বিটকয়েন খোয়া যাওয়ার কথা বলে ফেব্রুয়ারি মাসে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।
হ্যাকারদের সাম্প্রতিক পোস্ট অনুযায়ী খোয়া যাওয়া বিটকয়েনের একটা অংশ কারপেলেস নিজেই সরিয়েছিলেন। সোজা কথায় এমটি. গক্সের সিইওর উপর জালিয়াতির অভিযোগ তুলেছে হ্যারকারা।
কারপলেসের ব্লগ হ্যাক করে তাতে ৭১৬ মেগাবাইট জিপ ফাইল পোস্ট করেছে হ্যাকারা। আর ব্লগ পোস্টে হ্যাকারদের বক্তব্য, ‘প্রথমেই বলছি আমি কারপেলেস নই। সময় এসেছে ব্যবহারকারীরা এমটি. গক্সের ভুক্তভোগী না হয়ে উল্টো এমটি. গক্স তাদের ক্ষোভের মুখ পড়ার।
ডাইনলোডেবল ফাইলগুলো থেকে আপনার খুঁজে পাবেন প্রয়োজনীয় ডেটা বেইজ ডাম্প, সিএসভি এক্সপোর্ট, বিশেষ টুল এবং বিশেষ কিছু সারসংক্ষেপ। ’
হ্যাকারদের পোস্ট করা ব্যালান্স শিট কতটা সঠিক সে বিষয়ে অনেকে সন্দেহ করলেও একাধিক রেডিট ব্যবহারকারী নাকি ওই ব্যালান্স শিটের সঙ্গে নিজেদের ব্যালান্স শিটের পুরোপুরি মিল পেয়েছেন।
এ ব্যাপারে এমটি. গক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে সিনেটের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত মুখে কুলুপ এটে আছে এক সময়ের শীর্ষ বিটকয়েন এক্সচেঞ্জটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।