আমাদের কথা খুঁজে নিন

   

ইনফো তথ্য

কেবল জরিমানা নয় এবার নতুন বছর থেকে তিন ক্যাটাগরিতে সেলফোন অপোরেটরদের পুরস্কৃত করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি। আইন ও নিয়ম পালনে দায়িত্বশীলতা, রাজস্ব আয়ে প্রবৃদ্ধি এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা মূল্যায়নে পৃথকভাবে এই পুরস্কার দেওয়া হবে। সেলফোন অপারেটরদের যেহেতু জরিমানা করা হয় সেহেতু ভালো কাজের জন্য তাদের পুরস্কৃত হওয়ারও অধিকার আছে এমন ভাবনা থেকেই কমিশন অপারেটরদের কাজের মূল্যায়ন করতে এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস।

 

কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাংলালিংকের জনসংযোগ কর্মকর্তা আহসান রাজীব বলেন, এতে বিটিআরসির গ্রহণযোগ্যতা বাড়বে। আমরাও ভালো কাজের প্রতিযোগিতা করব।

এতে পুরো ইন্ডাস্ট্রি লাভবান হবে।

একই বিষয়ে রবির কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া রিলেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট তালাত কামাল মনে করেন, কমিশনের এ উদ্যোগ অপারেটরদের সেবা দেওয়ার ক্ষেত্রে আরও উৎসাহিত করবে।

প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে বিশ্বব্যাংকের একটি প্রকল্পের আওতায় অপারেটরদের সেবা পরিমাপ করে প্রতি মাসের শেষে রেটিং প্রকাশের উদ্যোগ নিয়েছিলও বিটিআরসি। কিন্তু কিছু কাজ এগুনোর পরে তা থেমে যায়। একইভাবে গ্রাহকদের অধিকার সংরক্ষণেও পদক্ষেপ গ্রহণ করা হয়।

কিন্তু তাও এখনো আলোর মুখ দেখে

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।