দুরন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অনবদ্য এক গোল করলেন। সেই সুবাদেই শনিবার স্প্যানিশ লা লিগায় মালাগাকে এক গোলে হারালো রিয়াল মাদ্রিদ। পাশাপাশি এই জয়ের ফলে লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনাকে ছাড়িয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল রিয়াল।
এ বছর সেরা খেলোয়াড় হিসেবে ব্যালন ডিওর [গোল্ডেন বল] পাওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন রোনাল্ডো। লাল কার্ড পাওয়ায় কয়েকটা ম্যাচে নির্বাসিত হয়েছিলেন তিনি।
কিন্তু এবার ফের স্বমহিমায় ফিরে এসেছেন এ তারকা। ২৩ মিনিটে দুর্দান্ত গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনাল্ডো।
এরপর রিয়ালের আক্রমণ চলতেই থাকে। বিরতির সময় এক গোলে এগিয়ে ছিল কার্লো অ্যানসেলোত্তির ছেলেরা। বিরতির পরেও সমান তালে আক্রমণ শানিয়েছে রিয়াল।
কিন্তু তারা আর গোল সংখ্যা বাড়াতে পারেনি। এই ম্যাচে চোট পেয়েছেন দলের অন্যতম স্ট্রাইকার করিম বেঞ্জিমা। যদিও তার চোট কতটা গুরুতর জানা যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।