আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে অবসরে রিভালদো

ব্রাজিলের তৃতীয় সারির দল মজি মিরিমে ১৮ বছর বয়সী ছেলে রিভালদিনিয়োর সঙ্গে খেলছিলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য রিভালদো। এই ক্লাবের সভাপতিও তিনি।

১৯৯৯ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার রোববার অবসরের ঘোষণা দিয়ে বলেন, "খেলোয়াড় হিসেবে আমার ইতিহাস শেষ হয়েছে। "

সামাজিক নেটওয়ার্কের ওয়েবসাইট ইনস্টাগ্রামে এক বিবৃতিতে রিভালদো বলেন, "গত ২৪ বছরে খেলোয়াড় হিসেবে আমি অনেক সমর্থন ও ভালোবাসা পেয়েছি। চোখে জল নিয়ে আজ আমি সৃষ্টিকর্তা, আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই।

"

১৯৯১ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা রিভালদো ব্রাজিলের হয়ে ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৭৪ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩৪টি।

চারটি মহাদেশের ছয়টি দেশের ১৪টি ভিন্ন ক্লাবে খেলেছেন এই 'প্লে-মেকার'। তবে ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত বার্সেলোনাতেই ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন তিনি।

স্পেনের ক্লাবটির হয়ে লা লিগার দুটো শিরোপা ও কোপা দেল রের শিরোপা জেতেন রিভালদো।

স্ট্রাইকারের পেছনে খেললেও বার্সেলোনার হয়ে ২৫৩ ম্যাচে ১৩৬টি গোল করেছেন তিনি।

২০০২ সালে এসি মিলানে যোগ দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ ও কোপ্পা ইতালিয়া জেতান রিভালদো।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।