প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই , যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।
একেই বলে বাঙ্গালি । বাংলাদেশ টানা এতগুলো ম্যাচ হারার পর একটা ম্যাচ জিতেছে আফগানিস্তানের সাথে জিতেছে । আর তাতেই বাঙ্গালিরা লেগে গেছে আফগানদের অপমান ও অপদস্থ করতে ।
১ম ফ্যাক্টঃ হ্যা খেলায় হয়ত আফগানরা বেয়াদবি করেছে ।
আর তার কারন ও আছে । ম্যাচ হাতছাড়া হওয়ার হতাশায় মাথা গরম হতেই পারে , এটাই স্বাভাবিক । নতুন দল তারা , ঠান্ডা কন্ডিশনে খেলার অভ্যাস তাদের এখনও হয় নি ।
২য় ফ্যাক্টঃ প্রতিটা ম্যাচের পূর্বেই সংবাদ সম্মেলনে প্রতিটা দলই জেতার আশাবাদ ব্যাক্ত করে থাকে । আফগানরাও তাই করেছে , এতে দোষের কি আছে তা তো বুঝতে পারলাম না ? তারা বলেছে তাদের পাঁচ ছয় জন অলরাউন্ডার আছে ।
থাকতেই পারে , তারা ভালো খেলতে পারেনি এটা তাদের ব্যাপার । তাদেরকে খোঁচা মারার কি দরকার ?
শ্রীলংকার সাথে সিরিজের সময় ও তো বাংলাদেশ বলেছিল যে ওদেরকে হারানোর মত সামর্থ্য আমাদের আছে । কিন্তু পেরেছে কি ? পারে নি । তাহলে আফগানরা যখন বলল বাংলাদেশকে আমরা হারাতে পারব এতে দোষ কোথায় ?
৩য় ফ্যাক্টঃ ম্যাচ শেষে আফগান ক্যাপ্টেন নাবি বলেছেন যে এমন পিচে খেলতে আমাদের একটু কষ্ট হয়েছে । এতে বাঙ্গালিদের হাসার কি আছে ? বাংলাদেশ যখন জিম্বাবুয়ে তে যায় তখন বাংলাদেশের ও তো প্রায় একই রকম অবস্থা হয় ।
নাবি বলেছেন স্কোর ৭২ ছিল বলে বাংলাদেশ সহজেই জিততে পেরেছে , ১২০-১৩০ হলে ঘটনা অন্যরকম হতে পারত । এ উক্তিতেও নাবির দোষ কোথায় আপনারা একটু জানাবেন ? আসলেও তো ঘটনা অন্যরকম ঘটতে পারত । এমন ও তো হতে পারত যে ৯০ রানের ভিতর ই বাংলাদেশের ৬ টা উইকেট পড়ে যেতে পারত । শ্রীলংকাকেও তো লো স্কোরে আটকে দিয়েছিল বাংলাদেশ । কই তাও তো জিততে পারে নি তারা ?
বাঙ্গালিদের স্বভাব ই হল দুধের স্বাদ ঘোলে মেটানো ।
জিতে গেছে তাই গত কয়েকটা ম্যাচ হারার রাগ আফগানদের উপর মেটাচ্ছে । নেপাল অথবা হংকং ও বাংলাদেশের সাথে জেতার আশা ব্যাক্ত করতেই পারে , এতে অবাক হওয়ার কিছু নেই । অস্ট্রেলিয়ার সাথে খেলা হলেও তো আমরা জেতার আশা শোনাই সংবাদ সম্মেলনে । আশা করা তো খারাপ কিছু না তাই না ?
শুধুশুধু আফগানদের গালাগালি করে আর অপমান করে কোনো লাভ নেই । এশিয়া কাপে আফগানদের কাছে যে ম্যাচ বাংলাদেশ হেরেছিল ওটা কিন্তু দুর্ঘটনা ছিল না ।
বাংলাদেশ খারাপ খেলেছিল তাই হেরেছিল । আফগান আর আমাদের রেংকিং কিন্তু খুব একটা দূরে না , কাছাকাছি ই ।
আমরা যদি নেপাল কিংবা হংকং এর কাছে হারি তাহলে এর চেয়েও বড় অপমান আমাদের সহ্য করতে হবে । সুতরাং অন্যের গায়ে কাদা না ছুড়ে নিজের গা রক্ষা করা ই বুদ্ধিমানের কাজ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।