রোববার রাতে ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকা থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়।
কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার জাহাঙ্গীর কবির বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়।”
এর আগেও সহিংসতার বিভিন্ন মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলকে।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত ৯ মার্চ ওই তিনজনসহ বিএনপির পাঁচ নেতার জামিন বাতিল করে দেয়।
পরে রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এদিকে অর্থ পাচারের মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাত ৯টার দিকে কাশিমপুরে পাঠানো হয়। তাকে কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এ রাখা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।