আমাদের কথা খুঁজে নিন

   

তার কথা মনে পড়ে



দিন যায় , দিন আসে
তবুও মানুষ ভালবাসে
দুচোখে শ্রাবণ ধারায় অশ্রু ঝড়ে
তার কথা মনে পড়ে

দিনের শেষে নামে রাত
মানুষ ঘুমায় খেয়ে ভাত
আমি একা থাকি জেগে
তার কথা ভেবে ভেবে

সময়ের আবর্তে কেটে যায় দিন
থেকে যায় স্মৃতি
মানুষ শুধুই করে হিসাব
লাভ আর ক্ষতি

আমি শুধু ভাবি তাই
পাশে আমার সে নাই
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে
মানুষ হাবুডুবো খাচ্ছে
ভালবাসা আর প্রেমে

শুধু আমিই একা
এটাই তো বিধাতার লেখা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।