মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ইরান বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যর্থতার অভিযোগে বহিষ্কার করেছে সংস্থাটি। তার বিরুদ্ধে ‘অব্যবস্থাপনা’ ও ‘বিশৃঙ্খলা’র অভিযোগ এনেছে সিআইএ।
গতকাল রবিবার মার্কিন দৈনিক লস এঞ্জেলেস টাইমস এক প্রতিবেদনে বেশ কয়েকজন সিআইএ কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, ইরানে গুপ্তচরবৃত্তি ও পরমাণু কর্মসূচির তথ্য চুরির দায়িত্বে থাকা গোয়েন্দা প্রধান জনাথন বাংককে অপসারণ করা হয়েছে। জনাথন বাংক ইরানের ওপর গোয়েন্দাবৃত্তির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাবেক এক সিআইএ কর্মকর্তা লস এঞ্জেলেস টাইমসকে বলেন, “ইরান আমাদের খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। অথচ সেক্ষেত্রে কাজ ঠিকভাবে হচ্ছিল না।” নাম প্রকাশ না করে সিআইএ’র ওই কর্মকর্তা জানান, ইরানের তথ্য চুরিতে নিয়োজিত গোয়েন্দারা বেশ কয়েকবার বাংক-এর পরিকল্পনা নাকচ করে দিয়েছেন। তারা বেশ কয়েকবার বাংককে অন্য কোথাও স্থানান্তরের জন্যও বলেছেন। এর আগে গোয়েন্দা কর্মকর্তা বাংক মস্কো, বাগদাদ ও বলকান অঞ্চলের দায়িত্ব পালন করেছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।