অনেক দিন পর লিখছি, কেমন আছেন সবাই? ফেসবুক নিয়ে অনেকদিন ধরেই লিখছি কিন্তু টিটি থেকে টিউনগুলোকে চেইন করে দিচ্ছিল না বলে খুব মন খারাপ হয়েছিলো কিন্তু শেষ পর্যন্ত টিটি আমার দুঃখ বুঝল Yo Yo টিটি
আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলব, আমি বুঝতে পারছিলাম নে যে টিউনটা কোন Category তে করবো, গেমে নাকি ফেসবুকে দুইটাতেই দেওয়া যায়। কিন্তু আমার চেইন টিউনের সুবাদে ফেসবুকেই দিলাম। একটা প্রশ্ন, আপনারা কেউ কোনদিন শিকার করেছেন? না করলে আজকে করবেন, শিকার করায় একটা রাজকীয় ভাব আছে। হরিণ মেরেই হউক আর বাঘ মেরেই হউক, ভাবটা কিন্তু ঠিকই নেওয়া যায়। যারা ফেসবুকে গেম খেলেন তাদের জন্য Deer Hunter 2014 গেমটি অনেক ভালো হবে।
আর যারা ফেসবুকে গেম খেলেন না তারা কোমর বেধে লেগে পরুন কারন এই মজা আর কোথাও পাবেন না।
আসুন গেমটির কিছু স্ক্রীনশট দেখে নেই,
স্ক্রীনশট দেখেই হয়ত বুঝতে পেরেছেন যে গেমটির গ্রাফিক্স অসাধারন। সাউন্ড ও অনেক সুন্দর, কানের ক্ষতি করবে না :D নামটা হরিণ শিকার হলেও এখানে হাস থেকে সুরু করে সিংহ, জেব্রা, ভালুক সবই আছে।
অনেক ধরনের বন্দুক আছে, লেভেল পার হওয়ার সাথে সাথে সেগুলো আপগ্রেড করা যায়।
আমার বক বক না শুনে গেমটা খেলে আসুন, অনেক ভালো লাগবে
এই গেম চালাতে হলে ছোট একটা ওয়েবপ্লেয়ারের দরকার হয়, লিঙ্কে গেলে সেটা অটো ডাউনলোড হবে, আপনারা ইন্সটল করে নেবেন।
গেমটি ভালো লাগলে নিচের লিঙ্ক থেকে আমার গাওয়া গানটি শুনে আসবেন আর ভালো না লাগলে কি করবেন না তা তো জানেনই (না জানলে আমার আগের পোস্টগুলো পরেন )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।