ওয়াল্টন এর রিসেন্ট যেই ফোন গুলো বাজারে এসেছে এগুলো আসলেই অসাধারণ । বিশেষ করে Walton Primo ZX, Primo S2 এবং V1 এর কথা বলতেই হয় । এগুলোর মধ্যে সবচেয়ে সেরা জেডএক্স । এই ফোন গুলো নিয়ে আমার পোস্ট গুলো দেখতে পারেন ।
Walton Primo V1-১৩ মেগা পিক্সেল ক্যামেরা, ২ জিবি রেম, ১.৭ GHz প্রসেসর
Walton Primo S2- 13 MP Camera, 2 GB RAM, 3G
Walton Primo ZX 3 GB রেম, 16 MP ক্যামেরা 2.26 GHz Quad-Core প্রসেসর!
যাইহোক, ওয়াল্টন আরও একটি Android Based Smartphone ঘোষণা করল ।
ইতিমধ্যে তারা তাদের ওয়েবসাইট এ ও ফোন টির specs
যোগ করে ফেলছে । প্রথমে তারা তাদের ফেসবুক ফেন পেজ এ এই ফোন টির ঘোষণা করেন তারপরে তাদের ওয়েবসাইট এ ফোন টির তথ্য দেন। নিচে ফোন টির ফিচার গুলো দেওয়া হল দেখে নিন এক নজরেঃ
(Processor) প্রসেসর ঃ 1.3 GHz Quad Core
(RAM) রেমঃ ১ জিবি
(3G) ৩ জি নেটওয়ার্ক সাপোর্ট
(4G) ৪ জি ঃ নো , ৪ জি থেকে ও কোন লাভ নাই কারণ বাংলাদেশ এ এখনো ৪ জি আসে নাই তাই না থাকাই ভালো ।
(GPU) জিপিইউঃ Mali 400 GPU
(OS) অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন , আমার মনে হয় এই জিনিস টা ওয়াল্টন একদম সঠিক করতে পারে নাই তাদের উচিৎ ছিল কিটকাট আপডেট করা । আশা করি তারা কিটকাট আপডেট এর কোন অপশন রাখবেন ।
(Internal) ইন্টারনাল মেমোরি ঃ ৮ জিবি
(External) এক্সটারনাল মেমোরিঃ ৩২ জিবি
(Bluetooth) ব্লুটুথঃ ইয়েস, ভার্সন ৪
মাইক্রো ইউএসবিঃ ইয়েস, ভার্সন ২
মেইন ক্যামেরাঃ ৮ মেগা পিক্সেল
ফ্রন্ট ক্যামেরাঃ ২ মেগা পিক্সেল
Lithium-ion ব্যাটারি এবং ১৮০০ mAh ক্যাপাসিটি
ফ্ল্যাশ লাইটঃ ইয়েস
ডিসপ্লে সাইজঃ ৪.৭ ইঞ্চি ফুল এইচডি ।
1080p Full HD ভিডিও প্লেব্যাক
বিশেষ ফিচারঃ
আজ এই পর্যন্তই আগামীতে হয়ত আরও ভালো কিছু নিয়ে টিউন করতে পারব । ভাল লাগলে আমাদের গুগল প্লাসে এ অ্যাড করতে পারেন অথবা ফেসবুক পেজ এ একটি লাইক দিতে পারেন । ধন্যবাদ সবাইকে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।