সারা বিশ্বব্যাপী পালিত উৎসবগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন উৎসবটি হলো বর্ষবরণ উৎসব। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে খ্রিস্টপূর্ব ২,০০০ অব্দে মেসোপটেমীয় সভ্যতায় সর্বপ্রথম বর্ষবরণ উৎসব পালন করা শুরু হয়। তবে সবাই নয়। মেসোপটেমীয় সভ্যতা ৪ ভাগে বিভক্ত। (১) সুমেরীয় সভ্যতা, (২) আসিরীয় সভ্যতা, (৩) ক্যালডীয় সভ্যতা, (৪) ব্যাবিলনীয় সভ্যতা।
এদের মধ্যে সর্বপ্রথম ব্যাবিলনীয় সভ্যতায় নতুন বর্ষবরণ উৎসব পালন করা শুরু হয়। মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বর্তমান ইরাককে প্রাচীনকালে মেসোপটেমিয়া বলা হতো।
বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী ১ লা জানুয়ারি তারিখে নতুন বর্ষবরণ করা হলেও ব্যাবিলনীয় সভ্যতায় বসন্তকালের প্রথম দিনে নতুন বর্ষবরণ করা হতো জাকজমকের সাথে। এসময় গাছে গাছে নতুন করে পাতা গজাতো, ফুলের কলিরা ফুটতে শুরু করতো, পাখিরা ডানা ঝাপটে সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়াতো।
প্রকৃতির এই নতুন রূপ ধারণকেই চিহ্নিত করে বসন্তের প্রথম দিনে তারা নতুন বছর উদযাপন করতো।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।