‘বি’ গ্রুপে টানা দ্বিতীয় জয় পাওয়া বাংলাদেশের পয়েন্ট ৬। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ইরান।
আট দলের এই প্রতিযোগিতার ছয়টি দলই ‘এশিয়াড’ নামে পরিচিত এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
প্রথম ম্যাচে হংকংকে ৫-১ গোলে হারালেও মঙ্গলবার সহজে জিততে পারেনি বাংলাদেশ।
গোলশূন্য প্রথমার্ধের পর ৩৯ মিনিটে ফিল্ড অ্যাটাক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন দেন কৃষ্ণ কুমার।
৪৯ মিনিটে মামুনুর রহমান চয়নের ব্যবধান দ্বিগুণ করা গোলটির জন্ম পেনাল্টি কর্নার থেকে।
জিতলেও বাংলাদেশের কোচ নাভিদ আলম দলের খেলায় সন্তুষ্ট নন।
খেলা শেষে তিনি বলেন, “সিঙ্গাপুরের মতো দলের সঙ্গে এতো কষ্ট করে জয় পাওয়া খুব দুঃখজনক। আজ ফরোয়ার্ডরা তেমন ভালো খেলতে পারেনি। আমাদের আক্রমণভাগ বেশ দুর্বল।
এই বিভাগ নিয়ে আমাদের আরো কাজ করতে হবে। তাহলে ভবিষ্যতে ভালো ফল পাওয়া যাবে। ”
দিনের অন্য ম্যাচে ইরান ২-১ গোলে হংকংকে হারিয়েছে। এটা ইরানের প্রথম জয়। আগের ম্যাচে ইরান সিঙ্গাপুরের কাছে হেরেছিল।
হংকং দুই ম্যাচেই হেরেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।