সালাম। আপনাদের মনে কখনো প্রশ্ন জাগে পাব্লিক সাইটের মাসিক ইনকাম কত? ১০ হাজার? ৫০ হাজার? না ভাই লাখের উপরে।
#লাখো ভিজিটর হল তাদের আয়ের উৎস। যেকোন পাব্লিক ব্লগ, নিউজ সাইট টিভির একটা চ্যানেলের মত কাজ করে। যার দর্শক লাখ লাখ মানুষ
#কে দে টাকা? এড কোম্পানি , এই বিষয়ে বিস্তারিত বলার দরকার নেই।
আমার লেখা পড়ার সময় পেজের আশেপাশে দেখেন, এড দেখেছেন?
অকে, এবার সাইটের ফিউচার নিয়ে আসেন,
ভাল ডোমেইন, হোস্টিং সিলেক্ট করুন। সেরকম থিম ইন্সটল করুন। রিভিও থিম ব্যবহার করুন। এগুলোতে ভাল seo র্যাঙ্কিং পাওয়া যায়। সাইটের পাশাপাশি ফোরাম বানান।
social network লগিং বানান। স্পামিং মুক্ত করুন,
*ইউজার ব্যাচ বা ইউজার এচিভমেন্ট দিন। এর মাধ্যমে ইউজার দের সামনে একটা লক্ষ্য করে দিন। ফলে আপনার সাইটে রিটার্নিং ভিজিটর থাকবে। themeforest.net এ যান দেখেন সেখানে ইউজারদের ব্যাজ আছে,
সালাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।