নানা রাজনৈতিক হিসাব-নিকাশের পর অবশেষে রাশিয়ার সঙ্গে যুক্ত হলো ক্রিমিয়া। পশ্চিমের রক্তচক্ষু উপেক্ষা করে ক্রিমিয়াকে সাদরে বরণ করে নিল রাশিয়া।
ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করা সংক্রান্ত চুক্তিতে মঙ্গলবার সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ক্রিমীয় শীর্ষ নেতারা। রয়টার্স অনলাইনের খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
ক্রিমিয়া চুক্তি স্বাক্ষরের জন্য ক্রেমলিনে রাশিয়ান পার্লামেন্টের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের যৌথ অধিবেশন বসে।
ওই অধিবেশনে চুক্তি সইয়ের সময় রাশিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। চুক্তিতে বলা হয়েছে, ‘জনগণ হৃদয়ে ও মনে ধারণ করবে আজ থেকে ক্রিমিয়া রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ। ’ আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে রাশিয়ার পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে নেবে।
চুক্তি সইয়ের পরে এক আবেগঘন ভাষণ দেন পুতিন। পুতিন বলেন, রুশ বাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়েছে, যে ভোটে ক্রিমীয় জনগণের রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
এ সময় অনেকে আনন্দাশ্রুতে সিক্ত হন। অবশ্য পুতিন এও বলেছেন, ইউক্রেনের অন্য কোনো অংশ দখলের ইচ্ছা নেই তার।
এরপর ক্রেমলিনের রেড স্কয়ারে এক র্যালিতে বক্তব্য দেওয়ার সময় পুতিন বলেন, ক্রিমিয়া আবার তার নিজের বন্দরে ভিড়েছে।
ইউক্রেনের রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিস ক্ষমতাচ্যুত হওয়ার পরে ফেব্রুয়ারির শেষের দিকে ক্রিমিয়া উপদ্বীপের দখল নেয় রাশিয়া সামরিক বাহিনী। গত নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি না করে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর প্রতিবাদে ইয়ানুকোভিসের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন ইউক্রেনীয় নাগরিকরা।
এদিকে ইউক্রেন সরকারের প্রতি পাল্টা বিক্ষোভ শুরু করে রাশিয়ান আদিবাসী অধ্যুষিত ক্রিমিয়া। এরই ধারাবাহিকতায় ১৬ মার্চের গণভোটে ক্রিমীয় নাগরিকরা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেন।
কিন্তু ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার পদক্ষেপকে অবৈধ বলে আখ্যা দিয়েছে ইউরোপ ও আমেরিকার অধিকাংশ দেশ। আশঙ্কা করা হচ্ছে, এ বিরোধ থেকে আবারও একটি ঠান্ডা লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।