আমাদের কথা খুঁজে নিন

   

হাটছি এই পথ ধরে...

হাটছি এই পথ ধরে, চলে যাওয়া দেখছি অনেকের আবার আগমনও ঘটছে নানাজনের। কারও কথা একটু বেশিই মনে পরে!!! মনে পরে সেই দিন গুলোর কথা হে অনুভব করি এখনো, বুকের বামপাশের সেই চিনচিনে ব্যথা। মনে পরে তোমায় খুব বেশি, জানালার পাশে বসে থাকা তোমারই অপেক্ষায়, একটু মিষ্টি ভালাবাসা পাবার আশায়। যেনে রাখো এখনো ভালোবাসি তোমায়। তবে তা একটু না অনেক বেশি। মনে পরে,হেটেছি এই পথে তোমার হাতটি ধরে। হয়তো তুমি পেয়েছো নতুন পথের সন্ধান, তাইতো চলে গেছো আমার হাতটি ছেড়ে। সুখি হলাম পেয়ে,ভালোবাসার এই প্রতিদান! আবার আমি হাটছি এই পথ ধরে, কোন এক অজানা নেশার ঘোরে। মনে হয় তোমাকেই খোজছি এই পথেরই মাঝে, আচ্ছা,তুমিও কি হাটছো এই পথে!! আমারই খোজে? চলে যাওয়া দেখছি অনেকের আবার আগমনও ঘটছে নানাজনের। কারও কথা একটু বেশিই মনে পরে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।