দক্ষিণ ২৪ পরগনার পৈলানে গতকাল মঙ্গলবার লোকসভা নির্বাচনের প্রথম কর্মিসভা থেকে ঘুরিয়ে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো তুলনাই হয় না। পাহাড়ে মোর্চা-বিজেপিকে বোঝাপড়াকে নিয়েও পরোক্ষে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ভোট-সমীক্ষায় লোকসভার দৌড়ে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও কর্মিসভা থেকে তৃণমূল নেত্রী দাবি করলেন, তা কখনোই হবে না।
ব্রিগেডের সভা থেকে মোদী কার্যত ভোট পরবর্তী জোটের রাস্তা খুলে রেখে মমতার উদ্দেশে বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, রাজ্যে মমতা থাকুন, তিনি দিল্লিতে শাসন করবেন আর রাষ্ট্রপতি ভবনে থাকবেন প্রণব মুখোপাধ্যায়।
এতে লাভ হবে বাংলার। এভাবে মমতার জন্য জোটের দরজা খোলা রাখার ইঙ্গিতই দিয়েছিলেন মোদী।
এরপর থেকেই বিরোধীদের পক্ষ থেকে মমতা-মোদী গোপন আঁতাতের অভিযোগে ওঠে। আর বিরোধীদের এই প্রচার ভোঁতা করতেই পাল্টা বিজেপির বিরুদ্ধে আক্রমণে সরব হন মমতা। নাম না করে মোদীকে দাঙ্গার মুখ বলে কটাক্ষও করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।