আমাদের কথা খুঁজে নিন

   

নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ অন্ধ্র উপকূলে

শিক্ষা আনে চেতনা , চেতনা ঘটায় বিপ্লব আর বিপ্লব দেয় মুক্তি।

হারিয়ে যাওয়া মালয়েশিয়ার প্লেন নিয়া যা খেলা শুরু হইলো তা বাংলা সিনেমা কেও হার মানায়। প্রথম কইলো এটা দুর্ঘটনা পাওয়া যাইতে পারে ভিয়েতনাম সাগরে এ তারপর কইলো চায়নাতে তারপর শুনলাম বাংলাদেশ এ। আবার কইলো এটা নাকি পাকিস্তানে নামানো হইছে। আবার শুনলাম পাইলটরা নাকি আত্মহত্যা করছে।

আবার শুনলাম আকাশে নাকি এটা ধ্বংস হয়ে গেছে। আবার প্লেনের অনেক যাত্রীর আত্মীয়রা দাবী করছে তারা নাকি প্লেন থেকে কল ও পেয়েছে।

এই মাত্র দেশী একটি অনলাইন নিউজ থেকে জানলাম " নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ নাকি অন্ধ্র উপকূলে পাওয়া গিয়েছে "

আবারো পত্রিকা বিক্রির প্রোপ্যাগান্ডা। ডক্টর জোসেফ গোয়েবলস বেঁচে থাকলে আজকে খুব খুশী হতেন আমাদের এই প্রতিভা দেখে। তার চেয়ে ভালো প্রোপ্যাগান্ডা সৃষ্টি করতে পারে আমাদের দেশের লোকেরা।

তাই আমার ভাষায় একটা কবিতা লিখলাম।

ধন্য হে গোয়েবলস
তুমি রবে অমলিন
যাহা বীজ ঢুকিয়ে দিয়ে গেলে
আমাদের মাজে
তা থাকবে চিরকালীন।

সর্বশেষ কথা হইলো। আসলে কি হইছে? এটা বল ? আর না পারলে বকর বকর করিসনা। ব্যর্থতা স্বীকার করে চুপচাপ বইসা থাক।

জোকারের দল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।