এতে অনলাইনে ওয়ার্ডে ফাইল খোলার পর প্রয়োজন অনুযায়ী তথ্য সম্পাদন করা যাবে। গাণিতিক হিসাব নিকাশের কাজটিও করা যাবে এক্সেলের মাধ্যমে।
এ সম্পর্কে প্রযুক্তিসংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, থার্ড-পার্টি ডেভেলপারের মাধ্যমে গুগল এ সেবাটি চালু করেছে। তথ্য সম্পাদনার জন্য গুগল তাতে রাখছে বেশ কিছু টুলস।
এ সেবা পেতে ব্যবহারকারীকে ডক বা স্প্রেডশিটে নতুন ‘এড-অনস’ ট্যাব চালু করতে হবে। এরপর “গেট এড-অনস” এ ক্লিক করে সেখান থেকে কয়েক ডজন অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।
একবার অ্যাড-অন ইনস্টল করার পর ব্যবহারকারী গুগল ড্রাইভের মাধ্যমে যে কোনো তথ্য ব্যবহার ও সম্পাদন করতে পারবে বলে জানিয়েছে গুগল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।