প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, আইফোনে অফিস স্যুট ব্যবহারের জন্য যেমন অফিস ৩৬৫-এর সাবস্ক্রাইবার হতে হয় ঠিক তেমনি আইপ্যাডে অফিস স্যুট ব্যবহার করতে হলে অফিস ৩৬৫ এর সাবস্ক্রাইবার হতে হবে।
দ্য ভার্জ আরও জানিয়েছে, অফিস স্যুটের আইপ্যাড ভার্সন নিয়ে মাইক্রোসফট কাজ করছে বেশ কয়েক মাস ধরেই। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী আইপ্যাডে অফিস স্যুটের অনুপস্থিতির কারণে প্রতি বছর মাইক্রোসফটের বাড়তি খরচ হচ্ছে প্রায় ২৫০ কোটি ডলার।
অন্যদিকে ম্যাকরিউমার্স ডটকম জানিয়েছে, অফিস স্যুটের আইফোন ভার্সনের মতোই হবে আইপ্যাড ভার্সন। মাইক্রোসফট অফিস স্যুটের আইফোন ভার্সন লঞ্চ করেছিল ২০১৩ সালে জুন মাসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।