ভারতের ডায়রেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশান (ডিজিসিএ)-এর নির্দেশে স্পাইস জেটের দুই পাইলটকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তাদের অপরাধ মধ্যাকাশে বিমানে হোলি পালন। নাচ-গান আর হোলি খেলে নিজেদের জন্য বিপদ ডেকে আনলেন স্পাইস জেটের এই দুই পাইলট। বিমানটি তখন গোয়া থেকে বেঙ্গালুরু যাচ্ছিল।
হোলির দিন স্পাইস জেটের ক্রু মেম্বার নাচ-গানে মত্ত।
সঙ্গ দিয়েছিলেন যাত্রীরাও। ককপিট ছেড়ে 'অনুষ্ঠান' ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ছিলেন বিমানচালকরাও। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত আড়াই মিনিটের ভিডিওতে এই দৃশ্যগুলো দেখানো হয়।
এই ঘটনা প্রকাশ্যে আসার পরই স্পাইস জেটকে শো কজ করেছে ডিজিসিএ। এ প্রসঙ্গে মুখ খুলেছে স্পাইস জেট।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এ ঘটনায় ক্রুর কোনও দোষ নেই। পারফরমেন্সের অনুমতি দেওয়া হয়েছিল। সে সময় বিমানে ৬ জন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন। সাধারণত ৪ জন ক্রু মেম্বার থাকেন বিমানে। সে দিন অতিরিক্ত ২ জন ক্রু মেম্বারই পারফর্ম করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।