চৈত্রের গোধূলী
পাতাভরা সবুজ বৃক্ষ
অনেক পথের শেষে
ওই যে বিন্দু
কালো কালো বিন্দু
দূরের মানুষ
কখন যে কে আপন হয়!!
জুঁই জোছনা
দীঘি,অর্জুনের ছায়া
নির্জনতার বাস।
মেঘের সাথে দৌড়ে
ক'টা পাখির ডানা পেলাম!
সুখানুভূতি সহসা করুণ হয়ে পড়ে
জাল ফেলতে শিখেনি জেলে
রাখিসূত্র ..
তাও নেই।
পকেটের নীচে লুকিয়ে ছিল
হৃদয় বস্তু
সৃজন করে কঠিন বিন্যাস
রং ছিঁড়ে আমাকে পেলে নাকি!
এই তব লিখে দিলাম
গোধূলী বুকজুড়ে
নিজের এফিটাপ।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।