আমাদের কথা খুঁজে নিন

   

রুবিকস কিউবের রেকর্ড ভাঙল রোবট

এর আগে রুবিকস কিউবের  পাজল মেলাতে মানুষের সর্বনিম্ন সময় লেগেছিল ৫.৫ সেকেন্ড। স্মার্টফোন চালিত কিউবমাস্টার ৩ লেগো রোবট ওই পাজল সমাধান করেছে মাত্র ৩.৫ সেকেন্ডে।
কিউবমাস্টার হল স্মার্টফোন নিয়ন্ত্রিত এক ধরনের রোবট, যা রুবিকস কিউব মেলাতে পারদর্শী। কিউবমাস্টারের সর্বশেষ সংস্করণ হল কিউবমাস্টার ৩। কিউবমাস্টার ৩-এর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসেবে ব্যবহৃত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস ফোর।


কিউবমাস্টারের নির্মাতা ডেভিড গিলডে এ সম্পর্কে বলেন, “কিউবমাস্টার ৩ অতীতের রেকর্ড ভাঙার যোগ্যতা রাখে। কিন্তু এ ধরনের কাজের সময় রোবটের কাজের গতি এত বেশি হতে পারে যে মানুষের সাধারণ দৃষ্টিতে তা অনুসরণযোগ্য নয়। ”
ডেভিড গিলডের কাজে সহযোগী হিসেবে ছিল এআরএম প্রকৌশলী মাইক ডবসন।
মোবাইল ফোন রুবিকস কিউবের সমস্যা নির্ধারণ এবং সমাধানের প্রয়োজনীয় কমান্ড দেয় চারটি ধাতব হাতকে, যা কিউব নাড়ানো এবং মেলানোর কাজ নিশ্চিত করে। গিলডে আরও বলেন, “আমরা সময় ব্যয় করেছি রোবটটির বুদ্ধিগত উন্নয়ন এবং সঠিক কর্মদক্ষতা নিশ্চিতকরণে।

এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল রোবটটির কাজের ধারা আরও দ্রুততর করা।
রুবিকস কিউবকে বলা হয় জাদুর বাক্স, আবিষ্কৃত হয় ১৯৭৪ সালে । আবিষ্কারক এমো রুবিকস ছিলেন একজন হাঙ্গেরিয়ান স্থপতি। ধারণা করা হয়, তখনকার সময়ে সর্বাধিক বিক্রিত খেলনা ছিল রুবিকস কিউব, যার বিক্রির সংখ্যা ছিল প্রায় ৩৫০ মিলিয়ন। রুবিকস কিউবে কিউব থাকে ৩x৩ অনুপাতে।

সমাধানে প্রায় ২০ বার কিউবগুলো নাড়াতে হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।