আমাদের কথা খুঁজে নিন

   

বাতিওয়ালা স্টাম্পের একটা বেলের দামও আই ফোনের সমান!

টি-২০ বিশ্বকাপে এবার নতুন আকর্ষণ ‘বাতিওয়ালা স্টাম্প’৷ যেখানে উইকেটে বল লাগলেই লাল আলো জ্বলে উঠছে৷ ব্যাটসম্যান বোল্ড হচ্ছেন, স্টাম্পে ডিরেক্ট থ্রো কিংবা উইকেটরক্ষক স্টাম্প উড়িয়ে দিচ্ছেন৷ সবকিছুতেই জ্বলে উঠছে স্টাম্পের লাল আলো৷ এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশে স্টাম্পে আলো জ্বলতে দেখা গেলেও এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যাবে এই আধুনিক প্রযুক্তির স্টাম্প৷ অস্ট্রেলিয়ার ‘জিংস’ সংস্থার থেকেই এবার বিশ্বকাপে এই হাই টেক স্টাম্প আমদানী করেছে আইসিসি৷ ‘

‘প্রতিটা ম্যাচের উইকেটের জন্য আমাদের ৪০ হাজার ডলার খরচ হচ্ছে৷ যা সত্যি অনেক দামি৷ এক একটা বেলের দাম এক একটা আই ফোনের দামের সমান৷ তাই ম্যাচ শেষে ক্রিকেটাররা যদি মনে করেন স্টাম্প তুলে নিয়ে তারা চলে যাবেন, তাহলে তারা ভুল ভাবছেন৷ কারণ স্টাম্পগুলো বিনামূল্যে বিতরণ করা অসম্ভব৷’ জিংসের আবিষ্কর্তা ব্রন্টে একারম্যানই জানিয়েছেন একথা৷

মজা করে তিনি আরও বলেন, ‘যদি কোনো ক্রিকেটার একটা বেল পকেটে ঢুকিয়ে চম্পট দেন৷ আমি নিজেই তাহলে তার পিছনে ধাওয়া করব৷’

স্টাম্পের মধ্যে আলো জ্বলার বিষয়টা নাকি প্রথম তার মাথায় আসে তার মেয়ের একটা খেলার বল দেখে৷ ‘ আমার মেয়ে একটা বল নিয়ে খেলছিল, যেটা ছুঁড়লেই আলো জ্বলে উঠছিল৷ এটাই ছিল আমার কাছে ‘ইউরেকা মোমেন্ট’৷ ক্রিকেটের স্টাম্পে আলো জ্বলানোর প্রযুক্তির চিন্তাভাবনা মেয়ের ওই বলটাকে দেখেই প্রথম মাথায় আসে আমার৷’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.