এতদিন শুধু গল্পে গুজবেই শুনেছি
ভালবাসা থেকে কবিতার জন্ম হয়
তারপর ধীরে ধীরে সে কবি হয়।
কেউ স্বিকৃতি দিক বা না দিক
আজ আমি সত্যিই এক কবি
ইতিমধ্যেই অনেক কবিতা লিখেছি
যার জন্ম শুধু ভালবাসার গর্ভ থেকে।
আমার অর্জিত মহা সুন্দরী এক ফুল
যার রং ক্ষণে ক্ষণে ইচ্ছেমত বদলায়,
সকালে এক,বিকালে বেলায় আরেক
কখনো মেঘলা আবার কখনো পরিচ্ছন্ন,
বৃষ্টি.মেঘ,ঝড়ো হাওয়া এলোমেলো দিন
যা আমার বুকের খুবই জ্বালা যন্ত্রণা উৎস।
জানিনা সে বুঝে, না,নাবুঝার ভান করে,
আমি জানি বুঝার ভাল ক্ষমতা আছে
খুব চাপা এবং সে অত্যান্ত প্রখর বুদ্বিমতি।
তার বুঝা উচিত এমন ছলনা ভাল নয়
যা নিজের কিংবা অন্যের ক্ষতিই বয়ে আনে।
এভাবে লুকোচুরী খেললে হয়তো দেখবে,
একদিন সে খুবই একা,কেউই নেই তারপাশে।
সামাজিক জীব হয়ে একাকি পথ চলা
যে খুবই ভয়ংকর ব্যাপার
তা শুধু একাকি চলা পথিকরাই জানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।