আমাদের কথা খুঁজে নিন

   

আজ আয়ারল্যান্ড এর যে অবস্থা একই অবস্থা বাংলাদেশের হলে কি করতেন ?

তোমরা কেউ কি দিতেপারো প্রেমিকার ভালোবাসা

খেলা শেষে মাছরাঙ্গা টিভিতে প্রতিদিন টকশোতে আসেন ধারাভাষ্যকার শামিম সাহেব। তিনি গতকাল বাংলাদেশের হারটা মেনে নিতে পারছেন না। স্বাভাবিক নিজের দেশের এমন লজ্জাজনক হার কে বা মেনে নিবে?

আজ সিলেটে ছিলো আয়ারল্যান্ড -নেদারল্যান্ড এর ম্যাচ। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ১৯১ রানের টার্গেট দেয় এবং নেদারল্যান্ডকে সুপার টেন যেতে হলে ১৩ .১ সে টার্গেটটি পরিবর্তন করতে হচ্ছিল।

নেদারল্যান্ড মাত্র ১২.৩ ওভারে ১৯৩ রান করে নিজেদের সুপার টেন নিশ্চিত করে।



টি-২০ তে ১২.৩ ওভারে ১৯৩ রান নেওয়া অনেক কঠিন একটা ব্যাপার। অস্ট্রেলিয়া , সাউথ আফ্রিকা ,ওয়েস্ট ইন্ডিজ , পাকিস্তান , ইন্ডিয়া এরা যদি টেস্টে ৪৭ রানে অল আউট হওয়া স্বাভাবিক হয় তবে বাংলাদেশ নেদারল্যান্ড এর কাছে শেষ ওভার পর্যন্ত লড়াই করে হারা স্বাভাবিক হবেনা কেন ?

যদি সাকিব অথবা মাহমুদুল্লাহ রিয়াদ বাজে বোলিং করত তখন কি হত? ১২ ওভারে যেখানে ১৯১ রান পরিবর্তন হয় , যে ক্রিকেটে ৪৩৯ রানের টার্গেট পরিবর্তন করে সাউথ আফ্রিকা জিতে , যুবরাজ ৬ বলে ছয়টা ৬ মারে সেখানে বাংলাদেশ একটা বাজে দলের কাছে হারা অস্বাভাবিক কিছু নয়। ২০০৭ সালে বাংলাদেশ কি ভালো দল ছিল ? মাত্র ২৫ ওভার ব্যাটিং শ্রীলংকার কাছে বাংলাদেশ ৬২ রানে টেস্টে অল আউট হয়েছিলো কার কার মনে আছে?

টাইগারদের গালি দেওয়ার নিন্দা জানাচ্ছি। একজন প্লেয়ার তার সবটুকুই দেন ম্যাচ জিতানোর জন্য। শুধুমাত্র শচীনের সেঞ্চুরির জন্য ইন্ডিয়া অনেক ম্যাচ হারছে।



ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। ছোট দল বড় দলের কাছে একটা ম্যাচ জিততেই পারে।

সত্য বলতে সংকোচ নেই বাংলাদেশ একসময় ছোট দল ছিলো । তখন তারা বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া , পাকিস্তান , ভারত , শ্রীলংকা এসব দলকে পরাজিত করেছে।

হংকং এর কাছে অস্ট্রেলিয়া/ভারত এসব দল হারলেও ক্রিকেটে অস্বাভাবিক কিছু নয় ।



ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা এবং এই খেলাই সব কিছুই সম্ভব। তার একটি বড় এক্সামপল আজ নেদারল্যান্ড মাত্র ১২ ওভারে ১৯৩ রান করে সুপার টেন নিশ্চিত করেছে। যেটা ছিলো কল্পনাতীত।


তাই আসুন টাইগারদের গালি না দিয়ে তাদের মনোবল বাড়িয়ে দেই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।