সুন্দরের দূরত্ব কখনো হয় না ক্ষয়, কাছে না পেয়ে না পাওয়ার দেয় অফুরন্ত পরিচয় ।
ধ্বংশই অনিবার্য, যেহেতু সৃষ্টি প্রদর্শিত।
*** স্রষ্টার সকল লিলা খেলা যখন সৃষ্টি বুঝে যাবে
তখনই সৃষ্টির ধ্বংশ নেমে আসবে।
*** সকল সৃষ্টির মাঝে অতিব বুদ্ধিমান সৃষ্টি,
যে নিজ বুদ্ধির বলে, নিজেই ভুলে যায় স্রষ্টার অস্তীত্ব সর্ব রূপ
তাই সে যুক্তি তর্কে নিজেকে বার বার বোকার ন্যায় বুদ্ধিমান হিসেবে
তুলে ধরার চেষ্টা করে।
*** মায়ের গর্ভে যেমনি করে একটি বাচ্চা আগলে থাকে
তেমনি করে মহাবিশ্বের মাঝে, পৃথিবী নামে ছোট্ট গ্রহটি আগলে রয়েছে।
মহান স্রষ্টা রাব্বুল আলামিন, তাহার অতিব বুদ্ধিমান সৃষ্টিকে
সেথায় রেখেছেন।
*** মহাবিশ্ব + মানব শরীর + যোগসূত্র পাত = বিজ্ঞান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।