আমাদের কথা খুঁজে নিন

   

জরুরি মিটিং। প্রসঙ্গঃ রুশানের অবস্থা ভাল না, আমরা আরো ব্লগারের সম্পৃকতা চাচ্ছি।

আমি আমার "বাস্তব" কর্মব্যস্ত জীবনের ফাকে একটু বিনোদনের আশায় সুধু মাত্র ফান/মজা/টাইম পাশ/বন্ধুত্ব/দুষ্টামি করার জন্যেই আমার " "ভার্চুয়াল লাইফ" ব্যাবহার করি। আমার কোনো কমেন্টে বা পোস্টে কেউ যদি আঘাত পান, তাহলে সরাসরি জানাবেন, আমি“প্রকাশ্য সরি” বলে দিব। আপনারা সবাই অবগত আছেন, রুশানকে বাঁচানোর জন্য সকল ব্লগারদের আন্তরিক প্রচেষ্টা সম্পর্কে। রুশান। ছোট্ট নিস্পাপ শিশু, ওর জন্যে দিন-রাত পরিশ্রম করছে ব্লগার’রা।

আমরা কেউ লাখপতি বা কোটিপতি নই, নই সমাজের উচ্চ শ্রেনির মানুষ। আমারা সবাই দেশের খেটে খাওয়া সাধারন মানুষ। তাইতো কেউ পায়ে হেটে রিক্সা ভাড়া বাচিয়ে, কেউ দুপরের লাঞ্চের পয়সা বাচিয়ে, কেউ সংসারের মাসিক খরচ বাচিয়ে, কেউ মোবাইলে ফ্লিক্সি না করে, কেউবা আবার নিজের দৈহিক শ্রম দিয়ে, নিজের শৈল্পিক গুন দিয়ে রুশন’কে সাহায্যের জন্যে এগিয়ে আসছেন। কিন্তু আমরা হয়ত ব্যর্থ হতে চলেছি!! আমাদের সকল পরিশ্রম বৃথা যাবে, যদি না আমরা এখুনি রুশান’কে এখুনি ইন্ডিয়া পাঠাই। কারন এখনকার ডাক্তার’রা রেফার করেছেন Dr. Krishna Subramony Iyer Pediatric Cardiothoracic Surgery Fortis Escorts Heart Institute & Research Centre. Okhla Road, New Delhi, India এর কাছে কিন্তু এর জন্যে প্রয়োজন আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকা!!! এখন পর্জন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে দেখা যায় বিভিন্ন ব্লগের ব্লগার ও অন্যান্ন মাধ্যম থেকে প্রায় ৪,৩১,৫৯৪/=টাকা।

তার মানে প্রায় অর্ধেক টাকা আমরা যোগার করতে পেয়েছি। এখন বাকি টাকা আমরা কিভাবে যোগার করব??? কিছুতেই আমরা অল্প সময়ে এই টাকা জোগাড় করার কোন উপায় আমরা গুটিকয়েক ব্লগার খুঁজে পাচ্ছি না। তাই আমরা আবারো আপনাদের দ্বারস্থ হচ্ছি। দয়া করে আপনারা সবাই মিলে এগিয়ে আসুন। আপনাদের আর্থিক সাহাজ্যের পাশাপাশি আমাদের প্রয়োজন আপনাদের সকলের বিভিন্ন মূল্যবান পরামর্শ ও সরাসরি অংশগ্রহন।

এই অব্যহত প্রচেষ্টা অংশ হিসেবে বেশ কিছু প্রস্তাব আমাদের হাতে এসেছে। আমরা সেগুলো সামনাসামনি বসে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে চাচ্ছিলাম। তাই যারা রুশানের ব্যাপারে কাজ করছেন, বাঁ কাজ করতে আগ্রহি তাদের সকলকে আজ ২৬ ডিসেম্বর ২০১২ সন্ধ্যা ৬,৩০ মিনিটে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। স্থানঃ আলিয়ঁস ফ্রঁসেজ ডি ঢাকা। ২৬ মিরপুর রোড, ধানমণ্ডি ঢাকা-১২০৫, বাংলাদেশ।

(সাইন্স ল্যাবরেটরি মোড়, ল্যাব এইড হাসপাতালের উল্টা দিকে) আলোচনার বিষয়বস্তু (বা মিটিং এর এজেন্ডা সমূহঃ) ১# প্রস্তাবিত প্রস্থাব সমূহ পর্যালোচনা এবং তা থেকে কালকেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা। ২# এই সংক্রান্ত একটি নির্বাহী কমিটি গঠন করা। ৩# রুশান সংক্রান্ত একটি আপডেট সবার সামনে উপস্থাপন করা। ৪# যারা রুশানের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে সামনে থেকে কাজ করতে চান, তাদের তালিকা হালনাগাদ করা। বিস্তারিত জানতে ফোন দিতে পারেনঃ ব্লগার আমিনুর রহমান (০১৭৫৫৩০৬০২১) ব্লগার কান্ডারি অথর্ব (০১৯৩০০৭৪৯০১) ব্লগার কাল্পনিক_ভালোবাসা (০১৭৬৪৩৪০৪৪৭) ব্লগার এস,আর,জনি (০১৬৭৩২৫৮০৫৯) ব্লগার একজন আরমান (০১৯১৮০৫০৫৮০) ব্লগার ঘুড্ডির পাইলট(০১৮৪৩৮৮৮৮৮১) প্লিজ দূরে সরে যাবেন না।

এই মুক্ত আলচনায় আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।