আমাদের কথা খুঁজে নিন

   

রবি টিভি



রবি টিভি হলো সরাসরি আপনার মোবাইলে টিভি এবং চাহিদানুযায়ী ভিডিও (VOD) নিয়ে গঠিত। আপনি ৩০+ সরাসরি ও VOD চ্যানেল আমাদের তালিকা থেকে বেছে নিতে পারবেন, যেগুলোর মধ্যে থাকবে খবর, খেলাধুলা, চিত্তবিনোদন, ইনফোটেইন্মেন্ট, গান, মুভি ইত্যাদি। এখন আপনি আপনার প্রিয় স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যানেল দেখতে পারবেন আপনার মোবাইলে যেকোনো সময়ে, যেকোনো জায়গায়। এই চ্যানেল তালিকা বড় হতে থাকবে এবং আপনার জন্য সবসময় নতুন কিছু থাকবে রবি টিভিতে আবিষ্কার করার জন্য।







১।

কিভাবে ব্যবহার করবেনঃ

প্রথমে, এই সার্ভিসটি ব্যবহার করার জন্য রবি টিভি সার্ভিসের লিংকটি নিয়ে নিন। রবি টিভি সার্ভিসের লিংক পেতে START টিভি লিখে পাঠিয়ে দিন 21201 বা ডায়াল করুন *140*7*8*1#।



ক) অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে

১ম ধাপঃ http://টিভি.robizone.mobi থেকে রবি টিভি অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

২য় ধাপঃ আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্ভিসটিতে রেজিস্টার করুন।



- অ্যান্ড্রয়েড অ্যাপটি ওপেন করুন এবং শর্তাবলী গ্রহন করুন সাইন আপ পেজ দেখার জন্য।



- আপনার মোবাইল নাম্বার দিন। আপনার এসএমএস ইনবক্সে একটি ভেরিফিকেশন কোড পাবেন 21201 থেকে।

- কোডটি কপি করুন এবং ভেরিফিকেশন বক্সে পেস্ট করুন এবং Verify –তে ক্লিক করুন।

- হয়ে গেছে। এখন আপনি একটি উপযুক্ত প্যাকে সাবস্ক্রাইব করে রবি টিভি দেখা শুরু করতে পারেন।





লক্ষ্য করুনঃ ভেরিফিকেশন প্রথমবার লগইন করার জন্য প্রয়োজনীয়। এর পরের লগইনগুলির জন্য ভেরিফিকেশনের প্রয়োজন নেই।



খ) মোবাইল সাইট দিয়ে

১ম ধাপঃ আপনার ব্রাউজার ওপেন করুন এবং টাইপ করুন http://টিভি.robizone.mobi রবি টিভির হোমপেজে পৌঁছানোর জন্য।

২য় ধাপঃ আপনি যদি প্রথমবার ব্যবহারকারী হয়ে থাকেন, এই সার্ভিসে রেজিস্টার করার জন্য :Sign UP”-এ ক্লিক করুন।

৩য় ধাপঃ লগইন করার পর আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অনুরোধ করা হবে।

আপনার পাসওয়ার্ড বেছে নিন এবং লগইন করুন।

৪র্থ ধাপঃ যেকোনো টিভি চ্যানেলে ক্লিক করুন দেখা শুরু করার জন্য। দেখতে পাওয়ার আগে আপনাকে একটি উপযুক্ত প্যাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হবে।



লক্ষ্য করুনঃ আপনাকে প্রত্যেকবার লগইন করার জন্য আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

২।

কিভাবে প্যাক কিনতে হয়

ক) অ্যান্ড্রয়েড অ্যাপঃ Settings > Packages > Select pack
খ) মোবাইল সাইটঃ সাইটের একদম নিচে ক্লিক করুন Packs > Select pack

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।