আমাদের কথা খুঁজে নিন

   

ভাবি আমি

আমার অবস্থা- কবি কবি ভাব- শুধু কাব্যের অভাব। যখন কবি কবি ভাব-গদ্যেরা পদ্য হয়ে ধরা দেয়, যখন কাব্যের অভাব-পদ্যরাও গদ্য হয়ে যায়.........। আঁধার রাত্রি - আমি ভাবি জীবনে অনেক আঁধার, অনেক কালো। ভোরের সূর্য - ভাবি আমি জীবনে নতুন সূর্যোদয় সত্যি আনন্দময়। তপ্ত দুপুর খরতাপে তৃষ্ণ আমি -কষ্ট, তৃষ্ণা জল চাই, জল কই? তৃষ্ণা মেটাতে জল কই......... সন্ধান করি এখানে-সেখানে বাদ দিয়ে শুধু নিজের ভিতরে! অবশেষে আমি নিজেতে খুঁজি স্নিগ্ধ বিকেলে তৃষ্ণা মেটে নিজেরে অনুভবে। অস্তগামী সূর্য ডুব দেয় আমাকে ভাবায়- কী ভাবায়? আমি তাই ভাবি ভেবে যাই একজীবনে............ --সাদেকুর রহমান।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।