আমাদের কথা খুঁজে নিন

   

পথিবীর বাঁধন

নিখিল ভুবন, দুরের গগণ
অন্তরে প্রেম ফুঁকে ।
মনে জাগায় মধুর প্রীতি
হরষ ফুটায় চোখে ।
নিখিল ভুবন, দুরের গগণ
অন্তরে প্রেম ফুঁকে ।

সজীব সবুজ সুন্দর প্রকৃতি
নীল আকাশের তারার জ্যোতি
রক্তে রাঙ্গে দিবস রাত্রি
অনুরাগ হূদে মেখে ।
নিখিল ভুবন, দুরের গগণ
অন্তরে প্রেম ফুঁকে ।

এই পৃথীবির মায়া নিরস
ভালবাসার ছঁড়িয়ে পরশ
মানব দেহ করে যে সরস
আবেশ ঝরাই সকল বুকে ।
নিখিল ভুবন, দুরের গগণ
অন্তরে প্রেম ফুঁকে ।

চাঁন সুরজের আলো ভালো
নিথর নয়নে রঙ ঝরালো
কালোর মাঝে আলো দিলো
আঁধার নিল ছেকে ।
নিখিল ভুবন, দুরের গগণ
অন্তরে প্রেম ফুঁকে ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।