আমাদের কথা খুঁজে নিন

   

অযুতনিযুত লীলা ও ভিসি আরেফীন,আওয়ামী আশরাফের বন্দেমাতরম!!




ধর্ষণের পর উলঙ্গ করে মহিলাকে হাঁটানো হল রাস্তায়!-ঘটনাটি ঘটেছে ভারতে। ঢাবি ভিসি আরেফীন বলেছিল, বিশ্বকে জানতে হলে হিন্দী জানতে হবে। আওয়ামী লীগের সাধরন সম্পাদক আশরাফ বলেছিল,ঐতিহ্যগত ভাবে বাংলাদেশ-ভারতের ভাষা,সংস্কৃতি সবই এক!
কি কিছু বুঝলেন? না বুঝলে মুড়ি খান।কারণ, আমাদের বসে বসে মুড়ি খাওয়াই উচিত। নষ্ট ভারতকে নিয়ে আমাদের দেশে বসে যারা আমাদেরই জ্ঞান দেয় তখন প্রতিবাদ যেহেতু করতে পারিনা তাই মুড়ি খাওয়াই উচিত।(সংগ্রহ)
....................
এবার আসি আমার কথায় ,
যে দেশে বাবার কাছে মেয়ে ধর্ষিত হয়, ছেলের কাছে মা নিরাপত্তাহীনতায় ভোগে !! অভিশাপ এড়াতে কুত্তা প্রেমে দিওয়ানা হয়, গৃহবধুর আর্শিবাদ যেখানে “বিচি বাবার” বিচি ধোয়া পানিতে হয়! আদি সংস্কৃতিতে ভয়াবহ পরকীয়া প্রেম বিদ্যমান !! সেদেশের সংস্কৃতি আর নবাব সিরাজুদ্দৌলা,মুশিদকুলির “বাংলার” সংস্কৃতি বুঝি সবই এক ও অভিন্ন ????
আর বিশ্বকে জানতে বুঝি হিন্দিকে জানতে হবে !! তো ভাই ?? তাহলে আরবি কি দোষ করল ?? আরব জাহানের ও মধ্যপ্রাচ্যর তথা আরবি ভাষা বুঝি হিন্দির চেয়ে খুব বেশিই হতদরিদ্র????
এবার ইকটু ভিন্ন দিকে নিয়ে যাই, কিছুদিন আগে মানবপতাকা নিয়ে “চেতনার” বহু বালাকোট রচনা করেছিলাম । আর কিছুদিন পর সে চেতনার রস দিয়ে বাংলা সংস্কৃতির পিন্ডি চটকে সারাদিন ব্যাপি বিশ্ব কে বুঝিয়ে দিয়েছি সেদিনের ক্ষনিকের বাংলা গান ছিল বিজ্ঞাপন বিরতিতে “৭১ এ ভারত পাকিস্তানের যুদ্ধে” জন্ম নেয়া বাংলাদেশের পরিচয় পর্ব । বুঝিনি তখন ,বুঝলাম এখন ৭১ এও স্বাধীন হইনি আজও পরাধীন ।তাইতো বুদ্ধিজীবিদের কথা শুনে বুঝতে হয় “গুন্ডে” ছবি শুধু ছবি নয় ! এটাই হক কথা!! “আমাদের সাথে শোষকদের স্বাধীনতার যুদ্ধ হবে ” আজও মনে সেই অপেক্ষায় আছি কারন ৭১ তো আমাদের ছিল না !! ছিল পাক-ভারতের !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.