অস্ট্রেলিয়া, চীনের পর এবার ফ্রান্সের স্যাটেলাইটে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানের ধ্বংসাবশেষের ছবি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। আজ রবিবার দৈনিক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছে মালয়েশিয়ার পরিবহণ মন্ত্রক।
বিবৃতিতে তারা জানিয়েছেন, দক্ষিণ করিডরের কাছে এমএইচ৩৭০ বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে বলে দাবি করেছে ফ্রান্স।
এদিকে চিনের স্যাটেলাইটে ধরা পড়া ছবির ভিত্তিতে এদিন সকাল থেকেই জোড় কদমে তল্লাসি চালাচ্ছে অস্ট্রেলিয়াসহ একাধিক দেশের বিমান ও জাহাজ। অস্ট্রেলিয়া প্রশাসন জানিয়েছে, দক্ষিণ ভারত মহাসাগরের একটি অংশে কার্গো বক্সের টুকরো ও রং বেরংয়ের বেল্ট দেখতে পাওয়া গেছে। মনে করা হচ্ছে সেগুলো ওই মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানের।
অজি প্রধানমন্ত্রী দাবি করেছেন, দক্ষিণ মহাসাগরের ওই অংশেই মিলবে এমএইচ৩৭০ বিমানের ধ্বংসাবশেষ। তবে এবিষয়ে মালয়েশিয়া প্রশাসন তেমন আশাবাদী নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।