একদিন নারীদের দেহ ধুয়ে পান করছি মধুর সারাব
সৌন্দর্যের শরবতে প্রশমিত হয়েছিলো চৈত্রের দাবদাহ
পলি ছেনে করেছি মৃত্তিকার সুস্বাদু কাবাব
একদিন প্রেমের জন্য জীবন কেমন দুর্বিষহ।
নারীদের অন্তপ্রদেশে অহরহ যাতাযাতে হয়েছি
নামকরা কলেজের অভিজ্ঞতাপ্রাপ্ত তুখোর শিক্ষক
রমণের গ্যালন গ্যালন বিচ্ছূরণে প্রেমের প্রশিক্ষক
নারীদের দেহ নিয়ে কবিতায় সন্দর্ভ রচনা করেছি।
জেনেছি নারীর শরীরে থাকে ফুলের সুবাস
জেনেছি নারীর ভেতরে থাকে অবগাহনে গহীন পুলক
আমার যতটুকু সবটুকু পেয়েছিলো নারীতেই প্রকাশ
নারীতেই সুন্দর নদী নক্ষত্র বৃক্ষের ভূলোক।
নারীর দেহে ধুয়ে ঢকঢক পান করি সু্ন্দরের গান
নারীতেই পুষ্টি পেয়েছিলো আমাদের কর্মক্লান্ত পরাণ।
২৭.০৩.২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।